কৃষ্ণচূড়ায় স্নিগ্ধ লালিতে ভরে উঠুক দিক হতে দিগন্ত
লাবণ্যে ভরা স্নিগ্ধ মধুর হাসি গানে দীপ্ত হোক ভুবন।
রাশি রাশি গোলাপের প্রশান্তিতে ছেয়ে যাক হৃদয়ের আনাচ কোণাচ
সরোবরে খেলে যাক সহস্র কমল কলি।
উদ্বাহু নৃত্যে হেসে খেলে গেয়ে উঠুক সসাগরা বিশ্ব
প্রেমের প্রাঙ্গণে প্রাণের গানে গেয়ে উঠুক
ভালোবাসি, ভালোবাসি।


ভালোবাসি এ মধুর ভুবন ভালোবাসি সমুদেয় মানব ধন
ভালোবাসি এ আকাশ বাতাস, নদী মৃত্তিকা বন;
ভালোবাসি সাগর, একতার জয়োগান।
সুললিত আগমনী সুরে মেতে উঠুক ধরা।
পরম প্রশান্তিতে আলোরিত হোক
জীবনের জয়োগাথা।