Sanjay Karmakar
badge icon
Founding Members
  · otrJusitdS entpgonsfororedw  ·
যুগল বিবিধ কবিতা,"জীবন্মৃত"
- সঞ্জয় কর্মকার


"রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি)"


ভালোবাসা পেশা নয়
ভালোবাসা নেশা
মিঠি মিঠি গন্ধেই
ফিরে ফিরে আসা।


ভালোবাসা দুঃখ নয়
ভালোবাসা সুখ
দাউদাউ মনেতে
কুল কুল বুক।


ভালোবাসা মেকি নয়
ভালোবাসা ঠিক
দুই হৃদ এক হলে
হাসি ঝিকমিক।


ভালোবাসা দৃঢ় হয়
দুজনার ত্যাগে
অভিমান খুনসুঁটি
রাগে অনুরাগে।


ভালোবাসায় ঈশ্বর
ভালোবাসা জীবে
ভালোবাসা দিয়ে যাব
চিরকাল ভবে।


"সঞ্জয় কর্মকার"


ভালোবাসা, সে এক অনন্য অনুভূতি
যা চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না,
শুধুমাত্র অনুভব করা যায়।
সে স্বর্গের পারিজাত ফুলের চেয়েও সুন্দর,
সাগরের চেয়ে গভীর, আকাশের চেয়েও বৃহৎ।
হাজার যোজন কিলোমিটার দূরত্বও
তাকে দূরে ঠেলতে পারে না,
মৃত্যুও তাকে কেড়ে নিতে পারে না।
ভালোবাসা ফুলের মত পবিত্র,
শিশুর মত অবুঝ,
অভিমানে অভিমানী বিচ্ছেদে
জীবন্মৃত।


কবি, "সালমান শ্রাবণ", এর পাতায় মন্তব্যে লেখা কবিতা।
"কাঁদলে আছাড় দিব"


জীবন অসুখ সেটাই নেবার মরলে কোথায় পাবে!
শাশ্বত ধারায় নাই তো সেথায় শান্ত হয়ে রবে।
বইতে জীবন ঝঞ্ঝা তুফান নাই যদি পায় কেহ!
রতির মোহে কান্না হাসি গড়তে যে হয় গেহ।
জীবন কভূ ভাটার টানে বিপ্রতীপেই ধায়,
অনেক দুখে জ্বললে তবেই সুখের আলয় পায়।
পুড়লে সোনা হয় যে খাঁটি গহণা যে হয় তাতে
এমুন তরা কইছো কেনেই রইতে দুধে ভাতে।
তাই কেঁদনা ধেরে খোকন বালিশ কিনে দিব
আর দিব ঢাল বিজ্ঞ তার ওই; কাঁদলে আছাড় দিব।