Sanjay Karmakar
badge icon
Founding Members
  · toJSpouesonhutsso ruoendowo  ·
যুগল গীতি কাব্য, "জল দরিয়ায়"
.
"বোরহানুল ইসলাম লিটন";-
.
চলছে সময় বড়ই কঠিন
     রোজ যদি বা হচ্ছে সাহস ক্ষয়,
বাঁচার আশায় মন তবু ঠিক
      করছে শেষে রুক্ষতাকে
           জয়।
.
তাই বলে কি শঙ্কা ভীতি
     হটছে পিছু একটুখানি দূর!
ক্ষণ প্রতিক্ষণ আনছে আরও
      যমকরোনায় মৃত্যু ধ্বনির
           সুর।
.
কাড়ছে বলে মায়ার বাঁধন
      সখ্য প্রীতি নেই সকলের মাঝ,
রাত পোহানোর দৃশ্য দেখে
       আজ মনে হয় সদ্য কলির
            সাঁঝ।
.
জন মানুষের ঢক যেন সব
      চলছে টেনে মৃত্যু ভীতি ছাপ,
পুণ্য পাপের কষতে হিসেব
       মন গহীনে বাড়ছে দেখে
            তাপ।।
.
"সঞ্জয় কর্মকারঃ"-
.
জল দরিয়ায় আসছে তুফান বেগে
পার ভেঙে বাঁধ উপচে নদীর বান
শ্যামল খুশির দিন তো আজি নাই........................।।
.
ঝড়ের বেগে দুলছে তরী নাও
বাতাস ভারি গগন তারি সাজ
হিংসা দ্বেষের গরল স্রোতের বান
হিংস্র ফলায় বাধ সেধে ছে প্রাণ
.
আয় সবে আয় তড়িৎ তুফান মাঝি
কাঁদছে ভূধর কাঁদছে যে মা আজি
সাজ রে আজি মুরলী মোহন সাজ
বাঁধ সে তরী শক্তি ধরি হাত
বাঁধ সে তরী শক্তি ধরি হাত
.
জল দরিয়ায় আসছে তুফান বেগে
পার ভেঙে বাঁধ উপচে নদীর বান
শ্যামল খুশির দিন তো আজি নাই........................।।
..
দীপ্ত রবে জাগতে হবে প্রভাত প্রাতের গান
দীপ্ত রবে জাগতে হবে ভাঙ রে আজি মান।
আয় সকলে ভেদ সে ভুলে লগন ধরি প্রাণ।
লগন ধরি প্রাণ।।