"জলোচ্ছাস"


(যে সকল মন্ত্রী নেতা দাদারা সাধারণ মানুষের এমন দুর্দিনে রেশনের চাল চুরি করে, ত্রাণের টাকা হাতায়, ছলে বলে নিজেদের আখের গুছাতে ব্যস্ত তারা শুনে রাখুন)


দেওয়ালে পিঠ ঠেকে গেলে নেহাত নিরীহ ও ভয়ঙ্কর আক্রমক হয়ে ওঠে,
জীবন মৃত্যুর সীমারেখা অতিক্রম করে যায়
সে হিংস্রতা।
সেই শক্তি তেজের সামনে নিমেষে ভস্মীভূত হয়ে যায় বিস্তীর্ণ প্রান্তর।
দাবানলের ভয়ঙ্কর বিস্ফোরণে কম্পিত হয় হিয়া।
প্রলয় আর ধ্বংসের বাতাবরণে ছিন্ন
বিচ্ছিন্ন হতে চলে অঞ্চল।
মরমর করে ভেঙে পরে নিষ্পেষণের গাঢ় লাল রক্তে গড়া ইমারত।
চূর্ণ বিচূর্ণ হয় অহঙ্কার আর দম্ভে গড়া
সৌধ সমূহ।
অভ্যুত্থানের সে সীমা অতিক্রান্ত প্রায়। বেজে উঠেছে গগনভেদী মাদল ধ্বনি
দমকে দমকে শিহরণে তার প্রকাশ।
প্রস্তুত থাক। সে বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস
আসন্ন প্রায়।