(লেখাটি আসরের শ্রদ্ধেয় কবি শ ম শহীদ মহাশয়ের প্রতি নিবেদিত)


আজকে দাদা জন্মদিনে-এমন তর ব্যঙ্গ ক্যান
ভবিষ্যৎ এর গেরোয় দাদা কেনই ওদের সারাফ দ্যান। (সারাফ-শাপ)
যাক না ওদের চুলোয় জান
ঘাটের মরা হোক না প্রাণ,
আপনি দাদা কেকটি কেটে, খাসির কশা মাংস খান।


জন্মদিন মোবারক। আপনার জীবন সুখ শান্তি, ধন মানে  ভরে উঠুক।


দশ দিশাতে ঝিলমিলিয়ে উঠুক তারা আকাশ চাঁদ
দূর হতে দূর, দূর হয়ে যাক জীবন নদের হাজার ফাঁদ।
স্নিগ্ধতার ঐ পরশ প্রাণে
প্রশান্তির ঐ তুলির টানে,
প্রজাপতির ডানায় রং এ, ভরুক উঠে জীবন নদ।