ভারতবর্ষ জ্যোতিষ্ক এক; শত ধায় বিকশিত
নান ভাষা নানা মত পরিধান বিবিধেয়
নদী খাল টিলা খাদ সরোবর কোকনদ
বিবিধের মাঝে মিলে হরিতের
সমারোহ।


নাই দ্রোহ ভাই ভাই সমতার ইতিকথা
লাবণ্যে ভরপুর নাহি কোথা বিষমতা।
শতদ্রু যমুনার কুকু কুলু মৃদু পানি
জাহ্নবী মাতাময়ী হৃদ হতে
সবে মানি।


ছোট নিচু ভেদাভেদ নাহি কেহ অচ্ছুৎ
মানবতা হৃদে টানি জনে জনে দেবদূত;
প্রশান্ত শ্যামলিমা সবুজের সমারোহ
কলুষিত বিষ ভাপে বিষন্ন
নাহি কেহ।


উঁচু উঁচু পর্বত জলধিত ঘেরা মুনি
রাশি রাশি তুষারেতে স্পন্দিত হয় ভূমি।
সাগরেতে লহরেতে একতার সমাহার
প্রশান্ত তপোবনে গাথি মালা
মণিহার।


উত্তাল জলো রাশি মোহনাতে নদী ধায়
গিরি খাত হতে বয়ে শহর ও শত গাঁয়;
উর্বরা প্রান্তরে পলি দিয়ে রাশি রাশি
কৃষাণের ফলা শাণে রাখালেতে
ধরা বাঁশি।


অদম্য হৃদ মনে জওয়ানের ধরা গান
বীরতার ইতিহাসে মুষ্টিতে ধরে প্রাণ
সীমানাতে চৌকিতে প্রাণ তারা দেয় শত
জয় হিন্দ জয়গানে শান্তির
ধরা ব্রত।


নমঃ নমঃ নমঃ মাতে ঊষাকালে লীন প্রাতে
জয়োগান গাহি তব হৃদ মনে দিনে রাতে।
তুহি মাতা তুহি দাতা তুহি
ই পরম।