Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · Nove1p4mbe1r0g8om 2 satr 8:12 A8e53Mg  ·
"অ হরি তুই কুথায় গ্যালিস"


অ হরি তুই কুথায় গ্যালিস কান্না আমার পাচ্ছে খুব
ভাবছি তালাত কুন সে দিশা আজকে আমি দিবই ডুব।
মানবো না আর বাধ্য বাঁধন রাইতে আমার ঘোর নেশা
বুলবুলি তুই কোন মানে ভায়! আয়না বাজা শিসটি খাসা।
মরম আমার মরছে আজি, সব ভুলি ওই শিষ্ট বোল
দে না ও ভায় শিসটি রে তুই; আমি বাজাই ডুগ আর খোল।
যুগল গীতি মাতিয়ে ধরা ডুবকি আমি দিবই আজ
ভয় গেছে মোর বাহির খেতে, নাই রে কিছুই শরম লাজ।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · No1vettm5b5er 1 pg6anst 10e0:15 AM2dm
"মনের কথা"


মনের কথা অজ্ঞ জনে; কইলো জুদি মন খুলে
হাস্যলাপে উড়িয়ে কেনই দিচ্ছ কবি পাল তুলে।
কবির কাহন
নয় ত রণ,
ভেদ ভুলে আয় ভ্রমর অলি, কাব্য গাথা খাই গুলে।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · Octobter 3ils0 0atg 16r1:30 ic4AM  
"শুনছি নাকি"


শুনছি নাকি ওই দেশে ঢল উন্নতির ওই বান
কাঁন্দ কেনেই রসিক কানাই, যাচ্ছে তোমার প্রাণ!
ওই যমুনা বিশাল সেতু দেখছো না টান টান!
শুনছি নাকি ওই দেশে ঢল উন্নতির ওই বান।
টাকার দরে ছুঁইলো ভারত জিডিপি ও খাসা
শুধুই কি তাই তার সে ভূমি ঘুষই তার ঐ গান।
শুনছি নাকি ওই দেশে ঢল উন্নতির ওই বান
কাঁন্দ কেনেই রসিক কানাই, যাচ্ছে তোমার প্রাণ।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · OctobtiSer 3pu0o ta3tun9 9ur:90etu07 AM1  ·

"তোলে মোলে"


তোলে মোলে, গলে দলে-বৃত্ত আঁকা পথ
যেখান থেকে শুরুর বাঁশি সেথায় স্বর্গ রথ।
শুরুর দিনে
শেষের বীণে;
ঘূর্ণি পাকের নাগরদোলায়, দিন কীবা হয় রাত।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · 131 hoh2ntsrmsu45h26l  ·
"জয় মা কালি"


ও মেয়ে তুই জয় মা কালি,আজ ওই তোরে চাই
লক্ষ্মীপনা ছাড় রে আজি ধর রে কৃপাণটাই।
মুন্ড কেটে রক্ত পানে
শক্তি রে আন তোর কৃপাণে,
গড় রে আলয় আলোয় ভরা-দুঃখ যেথায় নাই।