জয়


ধ্রুবতারা তুমি গগনো সমীপে মুধুরেনো সঙ্গীতে;
জননীর কায় জয়তু নিনাদে প্রবাহিলে দিকে দিকে।
সুবাসে তাহারি মাতিলো ধরণী সুরো তালে তার বহি;
ঐশীধারার ই প্রভা তে তাহারি কর সে
হৃদয়ে লহি।


করপুটে তব বন্দি আছিলো সুঘ্রাণে কমলে নীড়;
শত ধায় তব বিকশিত নদে জ্যোতি সে পরম বীর।
দখিনা মলয়ে সমীরণে গীত দিব্য তাহার ই লয়
যুগ যুগ কাল সমাহীত চিতে, কভূ; নাহি লোপ
নাহি ক্ষয়।


জ্যোতিরো আধারে আকরে আজিকে মৃদঙ্গে মৃদু গীত
লহরে লহরে প্রবাহে বহিছে; হৃদ সে আলয়ে প্রীত।
প্রেম সে পরম তোমার ই ধরম তোমার ই রাহেতে চলি
তপ্ত ধরণী ভূতল লোকেতে গরলেতে
গাই কলি।


গাহিতে কলিতে লেপিতে কালিতে রক্ত লহ্যুর বান
হেরিতে কি পাও দিব্য দিশারী বিদ্বেষের ঐ তান।
দিকে দিকে রব অশ্রু বারিতে বহ্নি সে রূপ রেখা
জননী আজিকে আব্রু রহিত প্রেমের
নাহিকো শিখা।


শুভ দিনে আজি শুভ্র প্রভাতে সুর সে মাগিনু দ্বারে
রবির সে কর করপুটে দিও শোভিত সে মণিহারে।
তাপিত কিরণে অতীব যতনে রচিতে লিপিতে লয়
ধায়িত সে তল বিশ্ব আননে মুকুরে
লভিতে জয়।