"কাব্যনেশা"


সৃস্টি সুখের আনন্দেতে-মন ভাসিয়ে ভেলার মাঝে-
অবাক ওই দিগন্তেতে-অনাবিলের আভাসেতে-
            মনমাতানো ধানের ক্ষেতে -
            সুর লহরীর বুকের খাজে-
                 সৃষ্টিতে মশগুল।


সৃষ্টিগানে সুরের টানে-দোয়েল কোয়েল পাখির গানে-
    স্বপ্নমধুর হৃদকিনারায়-ছন্দসুখের সেই মধুরায়-
             র্ং ফাগুনের স্রোত ধারাতে-
                   অবাক চেয়ে রই-


চাঁদ জ্যোৎনা মনটি মেতে-সোনা রং এর ধানের ক্ষেতে-
             প্রভাত আলো রং মদিনায় -
    হৃদসাগরের সেই কিনারায়-বিস্ময়েতে অবাক ধরা-
                   অবাক চেয়ে রই।


           কোন সে পিতা -কোন সে মাতা-
             কোন সে পরম জন্মদাতা-
                   কোথায় ঠিকানা-


     জবাব খুজি আনমনেতে-ছন্দসুরের সেই গানেতে-
               অতল গহীন পথ সে হারা-
                 অতল সনে দিব্যধারা-
                    অবাক চেয়ে রই।


      আজ ফাগুনে রং আগুনে -দিব্যলোকের দৃষ্টিসনে-
                    রংফাগুনে খুশির –
                         দিশা-


              পরমপিতার রুপ লাবনে(লাবন্যে) –
                   অপলকের দৃষ্টিসনে-
                       প্রাণফাগুনে-
                         কাব্যনেশা।