"কাব্য গাথা"


(লেখাটি আসরর প্রিয় কবি, "শামীনুল হক হীরা"র প্রতি উৎসর্গীকৃত)


গাছে উঠায় লাভ টা কি ভাই, নামতে জুদি নাই দিলে
হীরের খনির মাঝে আমি; দেখেই ভয়ে
আমার পিলে।
চমকে গেছি! এই তো আছি, বেশ সুখে রই কাব্য মাঝে
আকাশ মানে উঠাও কেনেই; সাজাও তারার
নীলের সাজে।
লক্ষ তারার ঝিলিক মাঝে একটু খানি জ্বলতে চাই
অলঙ্কারের এমন ভূষণ; দিব্যি বলি
আমার নাই।
অহঙ্কারের রুক্ষ ভূমে হটাৎ যদি ডুবতে চলি
সেথায় কি ভাই রুদ্ধ পথে; আর বেড়োবে
কথাকলি!
বিধান তার ওই দীপ্তি তার ওই স্রষ্টা যিনি তাহার কথা
ভাবের দেশে ভাসতে চলি; তিনিই লিখেন
কাব্য গাথা।