কবি কাজী নজরুল ইসলাম তার কান্ডারি হুঁশিয়ার কবিতাটি যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আমার কান্ডারি হুঁশিয়ার শুরু। আমার কবিতাটি পাঠ করবার আগে তাই তার লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি পাঠ করে নেবার অনুরোধ রইল। কান্ডারি হুঁশিয়ার কবিতার লিঙ্ক  https://www.bangla-kobita.com/nazrulislam/kandari-hushiyar/


Sanjay Karmakar
1 min  ·


তরু লতা দল শস্য কোমল হাঁকিতেছে আজ বীরে
বলো কান্ডারি রহিবে কী আজ; আঁধারে রহিতে নীড়ে!!


হাঁকিতেছে মায় আজিকে তোমায়, কে আছো কোন কোণে
হেলায়ে আজিকে ফেলে আসো নীড়; উদ্ধারে আজি গণে।
ভ্রষ্ট আজিকে, পথহারা গণ, তিমিরে যাপিত রাতি
বলো বলো আজ,কান্ডারি কোন; দিশাতে তোমার মতি।


আজিকে গগনে, নিনাদে রোদনে, পাল ছেঁড়া সেই নায়
কান্ডারি বলো, ডুবিছে মানবে; জাত পাত আজি নয়।
তিমির সে রাত, নিকষ আঁধার, ছিন্ন সে পাল আজি
এসো গো জওয়ান হাঁকিতেছে রণ, দামামা উঠিছে বাজি।


হাঁকিতেছে মায় আজিকে তোমায় কে আছো কোন কোণে
হেলায়ে আজিকে ফেলে আসো নীড়; উদ্ধারে আজি গণে।
তরু লতা দল, শস্য কোমল, হাঁকিতেছে আজ বীরে
বলো কান্ডরি, রহিবে কী আজ; আঁধারে রহিতে নীড়ে!!


দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
বজ্র ফলকে, আজিকে ভুলোকে, লিখিতে সমর গাথা
হও আগুয়ান, কে আছো জওয়ান, রচিবারে রূপকথা।


ত্বরিতে সে হাল, ধরিবারে হাত, প্রসারিত করো আজি
সাধিবারে রণ, করিতে সে পণ, জীবন সাধিতে বাজি।
শিথিলতা হায়, হরিতেছে ন্যায়, ডুবিতেছে জাতি জলে
চকিত আঘাতে, চাবুকে কশাতে, এসো আজি নাও তলে।


তরু লতা দল শস্য কোমল হাঁকিতেছে আজ বীরে
বলো কান্ডরি রহিবে কী আজ; আঁধারে রহিতে নীড়ে!!
আজি পরীক্ষা, দেশ ও জাতি, কোন দিশা আজি তার
গরজে নিনাদে, অশনি বাদলে, কান্ডারি হুঁশিয়ার।