Sanjay Karmakar


  · 13 hrs  ·
রইবো না দিন সেদিন আমি, সুক্ষ হবে কায়া
লুপ্ত হবে আদর সোহাগ রাখবে নাকো মায়া।
মায়ার বাঁধন বাঁধলে ও প্রাণ, দুঃখ শুধুই পাবে
ব্যথার জ্বালার সঞ্চারণে কেনই ডুবে রবে!


কাঁদছে ধরা আকুল আজি ভগ্নী কাঁদে লাজে
কু-চক্রীর ঐ ফাঁদ সে গ'লে-করুণ সে সুর বাজে।
কাঁদছে মাতা কাঁদছে ভ্রাতা বিশ্ব সে তার রণে
রুধির আজি ঢাকছে ধরা লোহিত আবরণে।


স্বপ্ন রাজি ত্যাজ্য আজি রক্ত নদীর বান
কাঁদবে নাকো আমার শোকে তাদের দিও প্রাণ।
প্রাপ্তি কিবা অপ্রাপ্তির ওই; ভ্রম সে হেথায় মতি
ভ্রান্তি হেথা বিলাস তার ওই, প্রবল তার ঐ গতি।


সে পথ ওগো বিনাশ তরে জীবন দিও দান
আমার শোকে ও রে সখী কান্না কেনই বান!!!!