"কাঁটাতার লাগি কাঁদি নাই প্রাণ"


কাঁটাতার লাগি কাঁদি নাই প্রাণ কেঁদেছি হৃদয় ভাগে
জননীর কায় দ্বিধায় বিধায়; কেঁদেছি ব্যথা আর অবসাদে।
কাঁটাতার লাগি কাঁদি নাই প্রাণ কেঁদেছি
হৃদয় ভাগে।


এক সে ভূমি একই ধারা নদ নদী প্রাণ সমাহার
একই স্নেহ বুলি সে একই এক সে
ভুবন দ্বার।


হাহাকার রবে কেঁদেছে জননী রক্ত লহুর স্রোতে
ব্যথিত সে প্রাণ বেদনার গানে আছিল ওতপ্রোতে।
উদার আকাশ শস্য শ্যামল গরিমা যাহারি গাথা
মহাপ্রাণ অতি সদাসয় মতি প্রেম বন্ধন
ইতিকথা।


কিংশুক তথা জুঁই ও বকুল মধুর যেথায় বোল
কমল যেথায় হৃদয় ধারায় প্রশান্তির ঐ দোল।
স্নিগ্ধ যেথায় আকাশ বাতাস ধর্ম যেথায় লীন
সাহস যেথায় শক্তি স্বরূপ স্বার্থ নাহিক দীন।  
একতা যেথায় আছিলো দৃঢ়, বন্ধন সুনিবিড়
ছত্রে ছত্রে আছিলো যেথায় মমতার
স্নেহ নীড়।


তথায় বিধায় ভঙ্গ দ্বিধায় ব্যথার প্লাবন মনে
কপোল বাহিতে অশ্রু সজল গ্লানি সে
বেদন গানে।


কাঁটাতার লাগি কাঁদি নাই প্রাণ কেঁদেছি হৃদয় ভাগে
জননীর কায় দ্বিধায় বিধায় কেঁদেছি ব্যথা আর অবসাদে।
কাঁটাতার লাগি কাঁদি নাই প্রাণ; কেঁদেছি
হৃদয় ভাগে।