Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JfutnSst ponsonoroomlodredwm  ·
যুগল বিরহের লেখা, "করুণ সে কাল"


"রাহিমা রেণূ"


কবি নয়, একটা কবিতা
ভালোবাসা নয় নির্দয়তা
গল্প নয় জীবন্ত, কল্পনা নয় বাস্তবতা।
অভিনয় করে করে বেঁচে আছে
স্বপ্ন দেখে দেখে দিন কাটাচ্ছে
এক মুঠো আশা আর এক মুঠো,
ভালোবাসা পেতে চায়।
আজ তা অনেক দূরে।
যাদের জন্য এই ভালোবাসা
তারাই আজ ঘৃণায়
দূরে ঠেলে দিচ্ছে।
সত্যি কি তাই,
তবু ভালোবাসি তাদের কে।
ভালোবাসা নয় কোন পাপ।
বাবা মা'কে ভালোবাসো
যতন করে।


"সঞ্জয় কর্মকার"


পিতা জেনো পরাগ রেণু মাতা গর্ভ ভূমি
তাদের অসীম দয়ার ফসল আমি কিংবা তুমি।
ছোট্ট যখন কোমল আদর; যতন দিয়ে গড়া
কিশোর যুবক তন্বী কালে মহান উদার তারা।
আপন যাহা বিলায় সুখে, গড়তে রতন হীরা
সেই তাদের ওই ভুলছে আজি, যুবক যুবতীরা।
পরের ঘরের মা যেনো তার; মূল্য কিছুই নাই
গুপ্ত হানায় ভিত ওই তাদের ধ্বংস করা তাই।
যুবক কিশোর তরুণ যখন; জায়ার জালের ফাঁসে
আটক হলে ভুলতে চলে যেমন চলে দাসে।
মন পতিতের ইতিকথায়; করুণ সে কাল হয়
পিতা মাতা জন্ম দাতা; বৃদ্ধাশ্রমে, স্থান পায়।