Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JustSepost fnigsgnorlnedogow  ·
"কাব্য গুতা"
.
দন্ত্ বিশাল গোসা করি কদলি কচু খান
আস্ত মদের পিপা গলায় রাইতে আরাম পান।
ঘ্রাণ সে তাহার তীব্র হতি তীব্রতর হয়
সারমেয় তার বাপের পোলা ভো-ভৌ রবে ধায়।
এর উর দ্বারে ল্যাজ নাড়িয়ে গন্ধ শুকে চলা
বারুদ কিছু পাইলে তথায় মারেন ইঁটের ঢেলা।
বনের মোষের তলাস তরে বলদা চিটাগুড়
ঘোলের সহিত মিশান কালি হুক্কা হুয়ার সুর।
একটি শিয়াল রব উঠিলে দৌড়ে আসে দুই
হেলার-পো রা জন্তু সবে কাব্যে ঢুকায় সুই।
কাব্য গুতায় অহন ছুটে লাথি বাড়ির বান
রাঁধেন বাড়েন থাকেন দুখে; লাথির তলত প্রাণ।
.
যদি; হতোই সে রাজ নেতাজির ঐ, চেয়েছিলেন যথা
দন্ত বিশাল মন্টু বটুক রইত না রে সেথা।
লাথ মারি তায় বিদেয় দিতেই কষায় দু'টি পদ
এমুন পিষাণ পিষায় দিত করতে তাদের রদ।
চিঁমটা খানি আছাড় দিয়ে করতো হরিবোল
হয় নি তা তো, কি হয়েছে! বাজাচ্ছি তো ঢোল।
কম সে কম দুইটা ডজন পিছন পানে দেই
দামড়া গরুর চামড়া খুলে রোজ ওই আমি নেই।
গুপ্ত স্থানে রইলে কি বা! তিনি, আমায় দেখেন রোজ ই
দিচ্ছি ক্যামন লাথির সমন সারমেয়র ঐ ভোজ ই।