Sanjay Karmakar
Founding Members · gt1c7Sp nohrnsoremhdtds ·
"কায়া তো বিলীন হবে একদিন"


কায়া তো বিলীন হবে একদিন কর্ম সে জেগে রয়।
সাদা কালি কাগজেতে অন্তরে মন মেতে
সুরো গানে বিবিধেতে মদিরাতে শত রাতে
পারিজাত কাননের সুধা লয়ে কথা কয়।
কায়া তো বিলীন হবে একদিন কর্ম সে জেগে রয়............।


কায়! সে তো নাহি রয় কর্ম সে জেগে রয় বিয়োগান্তে।
সেদিনের বনমালী ছিল মোর পথ চাহি অনন্তে
দুদিনের জীবনেতে বিষয়েতে মন মেতে
অনন্ত লালসাতে, গিরি পথ সুঁড়ি খাতে,
সার কিছু কি বা রয়! সাধনেতে অন্তে।
কায়! সে তো নাহি রয় কর্ম সে জেগে রয় বিয়োগান্তে।


মায়া মোহ পাশবিক আসুরিক গতি ধায় উল্লাসে।
জটা জালে বাঁধে তাহে তীব্র সে গতি ধায়ে
সীমাহীন রোদনেতে থাকি রাহে ফাঁদ পেতে
আরো পেতে আরো পেতে, চাহিদার নাগপাশে।
মায়া মোহ পাশবিক আসুরিক গতি ধায় উল্লাসে।


কি বা ধন কি বা রণ শত ধায়ে নিবারণ, ক্লেদে মাতি।
নাহি স্নেহ নাহি মায়া জীবে নাই নাই দয়া
বুভুক্ষু জনতারে ছিনে নিতে বারে বারে
বিজয়ের হুঙ্কারে হলাহলে হরি ক্ষিতি।
কি বা ধন কি বা রণ শত ধায়ে নিবারণ, ক্লেদে মাতি।


জানি নাই বনমালী বিছায়ে সে তার ডালি, ওত পেতে।
ললাটের কিনারেতে লিপি তার ই লিখে খতে
যেমনেতে বহে ধারা লিপি তার তাহে ধরা
নাহি সে তো মনোহরা; নরকের দাসখতে।
জানি নাই বনমালী বিছায়ে সে তার ডালি, ওত পেতে।


কায়া তো বিলীন হবে একদিন কর্ম সে জেগে রয়।
সাদা কালি কাগজেতে অন্তরে মন মেতে
সুরো গানে বিবিধেতে মদিরাতে শত রাতে
পারিজাত কাননের সুধা লয়ে কথা কয়।
কায়া তো বিলীন হবে একদিন কর্ম সে জেগে রয়............।