কে তুমি মেয়ে এমন আধার; রূপের গহীন রোলে
নেশার চুমুক বক্ষে আমার; ঢেলে দিলে
অবহেলে।


তোমারই চকিত চাহনিতে হৃদ, হয়ে যাই দিশেহারা
কে তুমি আজি অম্বর লোকে; ডাকিছো আমায়
মনোহরা।


মূর্ছিত হই অশনি পাশেতে ঝলকে রূপেতে তব
রাঈ তুমি মোর বক্ষ রচিতে, ফলাতে কৃষাণ
হবো।


তুমি বিনা নাই যাপিত যামিনী, কামিনীতে নাই বাস
তোমারই অঙ্গ লেহনে আমি; হতে চাই
কৃতদাস


"চতুর্দোলা"


দুঃখ সুখের চতুর্দোলায় জীবন যেনো শক্ত ধাঁধা
জড়িয়ে লতায় শাখের দোলে পর্ণমোচী বৃক্ষে বাধা।
হরিৎ বরণ মধুর গান
শুষ্ক কভু পর্ণ মোচন,
নোনতা কভু অম্ল মধুর, সুখ দুঃখ নিত্য সাধা।