Sanjay Karmakar
  · JrhusuttdiS poninasosroueswd  ·
যুগল বিবিধ লেখা,"খাল"
"শ ম শহীদ"


আমি হলাম রাজনীতিবিদ; স্বার্থবাদী চিল-
আমজনতার সাথে রাখি গলায় গলায় মিল
কথার ফেরে- দেখাই ধাঁধা
ভিতর কালো বাইরে সাদা
ওদের তাল ঠিকি নিবো দিবোনা এক তিল।

"সঞ্জয় কর্মকার"


বিল আর ঝিল বহুত আছে ডুবকি দিও রাতে
কেনই বাড়া বাড়ছো মূলেই মরবে নাকি ভাতে?
হীরে মোতি
করলে খেতি,
কেনই দাদা ছাই ছিটাবে! দোষ নাই গো তাতে।


"শ ম শহীদ"


দোষের বোঝা মাথায় নিয়ে-জনম ভর হাঁটি
সংসারের সব রাখতে ভালো জীবন করি মাটি
দুঃখ করে লাভটা কিসে?
স্বভাব যখন স্বজাত বিষে
এলোমেলো সেটাই ভালো, চাই নে পরিপাটি।


"সঞ্জয় কর্মকার"


হট্টগোলের এই মেলাতে জীবন পাতে জাল
তাদের ভালো রাখতে গিয়ে উঠে পিঠের ছাল।
সেটাই ভালো
এলোমেলো,
তাই বলে সুখ আনতে গিয়ে কাটবো নাকো খাল।