Sanjay Karmakar
Rising Star
  · StJeSune 1tp4 ioato e5ntSus:oredth1mdt8m rcuPoM
  · Shared with Members of বাংলা কবিতা - ভারত


"খেলাখেলি"


তারপরে করোনাতে করোনাড়ি থ্রম্ব
আসুরিক গতি ধায় দানো সেই রম্ভ।
একে একে ধরাশায়ী ওস্তাদ গুণিনেতে
ফাঁক গলে করোনাতে দিল বড়
ফাঁদ পেতে।


ফাঁদ ছিল কশা বেশ নাপিতের কেরামতি
এদেশেতে ওদেশেতে ধরে নিল ভীমরতি।
ভয়ে প্রাণ আধ মরা ঘরেতেই রয় সবে
থেকে থেকে স্যানিটাইজ হাতে হাতে
কলোরবে।


কাল কি যে হবে জানা; নাই কারো জানা ভাই
করোনা সে মানে না তো সব্বাই টাই টাই।
নেতা কেতা সান্ত্রি বড় ছোট মানে নাকো
মুখ ঢেকে মুখোসেতে কুতুকুতু
হয়ে থাকো।


তার ই মাঝে লালু ভুলু রেশনের গুদামেতে
চাল ডাল এটা সেটা চোর চুরি ওঠে মেতে।
দারোয়ান হাঁক দিল থালা থুলি বাজা রে
আলো দিয়ে বাড়ি ঘর খুব ভালো
সাজা রে।


হই হই রব ওঠে নাচ গানে রঙ্গে তে
মরা মরা খেলাখেলি চলে এই বঙ্গেতে।
রাঙা মাসি দুর্দিনে দুই বেলা ভুখা রয়
পরিযায়ী শ্রমিকের হালে পানি
আয়ু ক্ষয়।


তারপর; তারপর কি জে কই মদ আর মদিরায়
সরকারে দরকারে বলে গলে ঢেলে আয়।
ঢালা ঢালি হলে বলে চল ভাই খুলে দেই
লক করে কি বা হবে শূলে তাই
তুলে দেই।