"আবেদন"


বিধি যেদিন ক্ষান্ত দিলেন বিধান দিলেন ধরা,
ধন ধান্যে পুষ্পালয়ে দিব্যালোকে
আলয় গড়া।
পূর্ণতারই কিরণ মালা সাত সাগরের মিলন মোতি,
সুখ সায়েরির বান সে ঢেলে ক্ষানিক প্রভু
নিলেন যতি।
ভাস্করেতে দশ দিশাতে উঠলো জেগে প্রাণের মালা,
ক্ষনিক যতি আঁধার দিল হিংসা দ্বেষ আর
যুদ্ধ খেলা।
এক লহমা প্রভুর সে'তো লক্ষ কোটি বছর কাল,
তাল কেটে যায় সুর লহমায় বইতে ধরায়
লহুর ঢল।
উচ্চ নিচ বিভেদ তরে সমাজ বিধায় মানুষ গড়ে,
খোদার দেশে খোদকরিতে ক্ষুদ্র জ্ঞানে
আকাশ ওড়ে।
বিরাম প্রভু নিলেন কেন! পঞ্চভূতের গড়তে মানব,
অন্তঃসার শূন্য হলো, উঠলো গড়ে
রক্ষ দানব।
আর না সয়, সইতে নারি দিলেন কেন আমায় হৃদ,
কোমল প্রাণের সমন্বয়ে গাইতে দিলেন
মানব প্রীত।
হিংস্র প্রাণের আলয় তলে জ্বালতে জ্ঞানের আলোক শিখা,
রক্ত ঝরে হৃদয় আমার নয়ন তারায়
যায়না দেখা।
ওরে কানাই তোর আদেশে ঘর বাঢ় সুখ নাইকো প্রাণ,
তোর দিশার ওই আলোক পথে গাইতে চলি
প্রাণের গান।
দে'না কানাই দে না মতি কাঁদছে মানব আজকে ধরা,
দে'না আলয় প্রাণ প্রতিমা, ঊষার  পানে
মনোহরা।
উন্মিলনে নয়ন যুগল দে'না ধরায় দিব্য র্চ্ছটা,
গড়তে মানব এক পৃথিবী ছড়িয়ে দে'না
মায়ার জটা।


আমার লেখাটির আমার করা ইংরাজি অনুবাদঃ-
"The prayer"


It was the time when the God almighty
Took rest for a while after creation of
The wonderful world filled in
All the necessity of survival.
Each and everything was
Very accurate and punctual.
He wished to pour the sea of happiness
Into this marvelous creation.
Then the delightful form of life sprouts
By and his divine power of creation.
Though all the virtue he was given into the life shoot,
But in absence of his guidance
All goes to vain.
Having empowered to regulate the societies, the human
Formed the inequalities in their societies
Utilizing their greed and power,
They became as like as the giant.
Oh my lord, why do you leave the earth for a while?
When a moment to you is likely
Crore and crores of years and
Within such an anomalies why are you
Given me such like a soft heart, My lord, and
Engaged me to sing the song of humanity?
Why my lord, why?
I could hardly bear the pain and sorrow
And the great misery of the people here.
I have taken the monasticism, as you wish to,
To spread your divine knowledge
Towards the world entire.
Now I would like to pray to you, my lord
To be kind enough to the human race
And let them come into humanity.
Please apply your divine power to them.
Please my lord, please.
Please let the world to come into peace and
Tranquility.  


"স্বাধীনতা"


স্বাধীনতা মানে শান শৌকত আর বৈভব,
শৃঙ্খল নহে গুলামি নহে
আজাদ বীণের
কলরব।
কৌলিন্য আর শুদ্ধাচার নিষ্ঠা লগন প্রীতি,
এক জাতি দেশ এক প্রাণ
বন্ধনেরি গীতি।
দেশ ও সমাজ দুঃখ রহিত দীন জনাতে গড়তে সোপান,
এক ধরাতল দুঃখ শোকের
স্বাধীনতায় হয়
অবসান।
তাই কি বলি শুন রে জওয়ান হিংসা দ্বেষের অন্ত চাই,
মা বোনেদের স্বাধীন দেশে
ধ্বংস রোহিত প্রাণটি
ভাই।
আর কদাচার করতে যারা কলঙ্কিত মাতা,
চল রে জওয়ান আজ ভেঙ্গে দি
হই রে দেশের
ত্রাতা।
লাল সবুজের কঠিন পণে আজকে স্বাধীনতার গান,
আর শৃঙ্খল ভাঙতে মায়ের
ভষ্ট্রাচারীর নিতেই
প্রাণ।


"জালিম দাদু"


জালিম দাদু দাঁত তো গেছে
জোস তো তাও আর কমেনি,
জলজ্যান্ত মিথ্যে শক
জড়িয়ে দেয় তোমায়
টানি।
জ্বর মাপতে ধরলে হাত
জ্বল জ্বল সে জ্বলতে খাকে,
জবান তার লম্বা ভারি
জাল সে মনে বুঁনতে
থাকে।
জলজ্যান্ত ঝ্যাটার বাড়ি
জোরসে মার কবি তুমি,
জালিমপনা বেড় করে দাও
জড়ায় দাও সজ্জা
ভূমি।
জ্বলজ্বলে তার নয়ন ভারি
জংলীপনা তাও যায়না,
জন্তু যেন বুনো শুয়ার
জলের কুমির আর
হায়না।
জানটা খিঁচে নাও না কবি
জ্যান্ত ঘাটের মরা বানাও,
জলজ্যান্ত ফুটফুটে বউ
জাগ দেওয়া মাল তারে
মানায়!


"পদ্মলোচন"


বিলাই চক্ষ পদ্মলোচন
বাবুর সে কি রাগ,
বোল বোল সে হল্লা ছোটায়
বলছি তো ভাই
ভাগ।
বাবুর লাভার চৌধুরী খায়
বেরং হয় বাবু,
বাপ যে তার ফকরা বেজায়
বলে, এসিডে কর
কাবু।
বাবুর রাগ আকাশ চড়া
বারুইপুরের কারখানাতে,
বোতল খানেক এসিড এনে
বাঁশঝারেতে লুকায়
তা'তে।
বলব কি আর শুনবে ভায়া
বার বেলাতে দোষ ছিল,
বাবু যখন মারবে এসিড
বন বন হাত কাঁপ-
ছিল।
বোতল আর মারবে কি'সে
বোল্লা মায়ের কশম ব'লি,
বাবুর হাত ফসকে গিয়ে
বাবুর মুখেই পড়লো
ঢালি।
বাবু এখন হাসপাতালে
বাবুর মুখ বোল্লা কালি,
বলছি রে ভাই এসিড নিয়ে
বলছি ভায়া কক্ষোনো না, করবে নাকো
খেলাখেলি।