16/01/1990 সনে লেখা কবিতা। আজ নতুন কবিতা লেখবার সময় হয়ে ওঠেনি, তাই।


স্মৃতি


আজকের বর্ত্তমান কালকের অতীত,
সমস্ত বর্ত্তমান হারিয়ে যায় অতীতের কালো গহ্বরে,
ভবিষ্যতের রঙিন স্বপ্ন, বর্ত্তমানের মধুর কাহিনী,
আবার কতনা দুঃখের কালোছায়া,
বাঁধভাঙা আনন্দের জোয়ার, আবেগ উচ্ছাস,
স্মৃতির পটে ছবি হয়ে যায়।


কখনও হারিয়ে যায় সে স্মৃতি-আত্মবিস্মৃতি;
কখনও বা মনের গভীরে দাঁগ কাটে।


সতত আমি করি বিচরণ,
শান্ত মাদকতা ভরা আচরণ,
তখনি অসীম অতলে মন-
ঘুরে ঘুরে ফিরে ফিরে স্মৃতিকে জাগায়।


স্মৃতি রোমন্থনে কখনো আনন্দে ভাসি আমি,
কখনও বা দুঃখের সাগরে হাবুডুবু খাই,
কখনও আবেগে দুচোখ ভরে যায়-
রক্ত আবিরে মন রক্ত হয়ে যায়।


হটাৎ বর্ত্তমানের পরশে চমকে উঠি,
শান্ত প্রশান্ত মন হটাৎ-
বর্ত্তমানের উষ্ণ কোলাহলে ভরে যায়।
বর্ত্তমানের উষ্ণ প্রাণের পরশে,
স্মৃতির শীতল মধুর পরশ
শীতল হয়ে যায়।


জিন্দাবাদ


ঝমঝমাঝম রেলের গাড়ি,
ঝামেলা আর ঝক্কি ভারি,
ঝাড় দিয়ে যায় দাদু আমার
ঝাল জিঙ্গা পটল
কাড়ি।
ঝগরার ঝোল চিংড়ি বাটা
ঝাল দেওয়া সেই চচ্চরি,
ঝারুদারের ঝাটার আগায়
ঝরঝরানী খিস্তি-
রি।
ঝামায় ঘষা কশা কশা
ঝমঝমিয়ে ট্রেরেন গাড়ি,
ঝরনা বেয়ে সাগর মিলে
ঝাজ কী সেই দাদুর
বাড়ি।
ঝুট ঝামেলা আর কি যাই
ঝকমকি ওই দাদীর টান,
ঝর বয়ে যায় দিন রাত্তির
ঝরতে কী যাই দাদুর
বাণ।
আপাততঃ দাদু
জিন্দাবাদ।