“ভাঙা দেউলের দেবতা”


ভাঙা দেউলের দেবতা দেউল কি তব থান,
পথে ঘাটে মাঠে ধুলি ধুসরিত হাতে
তোমারি অধিষ্টান।
অজ্ঞ মননে ভাঙিছে দেউল ধর্মেতে উন্মনা
ধর্ম কি সার ধার্মীক আজি
অস্তাচলের তমস ঘনা।
বিগ্রহ আজি মূর্ত দেব দেউল দেবের থান,
নিশুতি প্রহর হৃদ মাঝেতে
ধর্ম অবস্থান।
মূরখ জাতি জাত্যাভিমান না পায় দেবের দিশা
শত কত দেব পথে ঘাটে মাঠে
পঙ্কে সাধিছে পেশা।
অন্ন দানিতে লাঙন টানিতে ক্ষেতমাঝে রন যিনি,
দিন রাত মান ঘাম ঝরিছে, সুখের প্রাসাদ
বানান তিনি।
কারখানা কল চালান তিনি গড়তে মানব উপাচার,
আর ধনেতে গড় গড়িমায়, দেব তোমারে
চিনতে দায়।(চলবে)


"গানে গানে দিগন্ত-৩"
“পা দুটি আর কদম নাহি চলে”


পা দুটি আর কদম নাহি চলে,
আটকে গেছে যেন প্রেমের জালে,
হৃদয় যেন তুমুল হাওয়া দোলে
আঁখির পাতে নৌকা যেন
জলে।
রংমিশালি অনুরাগের ঢল,
অস্তরাগের বজ্রহারা বল,
আয় না সখী আয় না ছুটে দোল
মধুর হাসি ওষ্টধারে
বোল
কূজন পাখি গাইতে মধুর গান
ভালোবাসায় গাইতে জীবন প্রাণ।
মন দিয়েছি তোমায় সঁপে সখী,
চাতক জলের বন্যা কেন
দেখি,
মেঘ বালিকা হও না বাদল দিন,
মাদল বাজে শঙ্কা তোমায় বিন
আজ উড়িয়ে পথের যতেক ধূলো
আলিঙ্গনে প্রেম সাধিব
রাধারানী চলো।


“কলিযুগ”


কলিযুগ আজি কলিযুগ ঘোর কালিমালিপ্ত ধরা,
রক্ষ আজিকে দানব রাজেতে
বেদনার গীতে ভরা।
লহুতে লহুতে বিদ্বেষ বিষ হানিত শাণিত বাঢ়,
ফলায় ফলায় অশ্রু বারিতে
তুফান হানিতে দ্বার।
সসাগরা আজি কাঁদিছে মাতা বিকট বিকচো শ্বাস,
মহাকাল ধাম ধর্ম নগরী,
পঙ্কে হেরিনু বাস।
সাধিতে আপনো নিয়ল প্রনয়ো স্খলনেতে শত প্রাণ,
যতিকো করুণা নাহিকো বারিকো
বিদ্বেষে ধরা গান।
খল খল হাস হেরিনু বাতাস খর বায়ু বহিতে বেগ,
দশ দিশা প্রাণ বেদনার গান
সঙ্কট আর উদ্বেগ।
ভয়ার্ত নাদ ভরিছে বাতাস নারী মাতা শিশু কচি,
বস্ত্র হরণে আজিকে ধরমে
মানবতা মোচি।
আজিকে দুয়ায় তমায় ঘনায় অশ্রু নিবির তন,
আজিকে জোয়ার ঘন তমসায়  
ধ্বংসের আরাধন।
গাহি কলিগান বিধির বিধান লয়েতে বসুন্ধরা,
তাই কি জ্বালিতে প্রলয় বহ্নি
কানাই তোরই গড়া!


“লা, লালালা”


লা, লালালা, হু, হুহুহু, হুuuuuuuuuu হুহু হু,
লা, লালালা, হু, হুহুহু, হুuuuuuuuuu হুহু হু
হু, হুহুহু!
লাগছে এখন কেমন দাদু
লায়লা তোমার দুই খানি,
লাগামছাড়া বল্গাহারা
লাট্টু দিবে চরকি
টানি।
লম্ফ দিবে পগার পারে
লাভার নিয়ে সই,
লাসটা তোমার পরবে কবে
লতপতিয়ে তাকিয়ে
রই।
লা, লালালা, হু, হুহুহু, হুuuuuuuuuu হুহু হু,
লা, লালালা, হু, হুহুহু, হুuuuuuuuuu হুহু হু
হু, হুহুহু!
লগ্নি দিবে তোমার ধন
লেম্নচুষ চুসবে তূমি,
লাল আগুনে গন গন গন
লাফ দাওনা গগন
ভূমি।
লাস্যময়ীর স্বপ্ন সে আজ
লয় পল তাল গুনতে রাধে,
লায়লা যে তার অপক্ষাতে
লাল গামছা আর সে
কাঁধে।
লা, লালালা, হু, হুহুহু, হুuuuuuuuuu হুহু হু,
লা, লালালা, হু, হুহুহু, হুuuuuuuuuu হুহু হু
হু, হুহুহু!
দাদু গো দাদু।