হলাহল


ছায়ার পানে দাঁড়িয়ে ওহে কিসের প্রতীক্ষায়
বিবর্ণ মুখে নাহিকো রা-
তুমি, দাঁড়িয়ে কিসের
আশায়।
ছলনাতে বেয়ে পঙ্কিল রাহে জীবনো বাঁধিলে অতি,
বিষয়েতে প্রাণ আসয়ের গান  
ধনে র'লে মাতি।
ছল বল কলা মেতে নিতে মেলা ছিনে নিতে
শত শত ধায়,
মঞ্জিল রাহি আকাশো কুসুম
বাসনা সে অতিকায়।
কাম রিপু লোভ আশ শত ভোগ আর আশা
শত কত রাশি রাশি,
প্রাণোধায় মাতি রস রঙ রূপ
আর শত দাস দাসি।
প্রিয় দিলে রব আপনো যাহা ঠেলে দিলে আর দূর,
দুনয়ন মুদে ঘন অঞ্জনে
বেদনা বিধুর।
শঠতাতে মেতে দানবের ভেষে কেড়ে নিতে ভূমে,
হেরিলে না প্রাণ করিছে রোদন
কত শত দীন জনে।
আকাশ লভিতে ধনের পাহার গড়িতে স্বর্ণ মহল,
দিবা কিবা রাতি করিলে বেসাতি
দুষ্ট বেজাতিয় খল।
খলনায় ধরা বিষাক্ত ছোবলেতে দীন প্রাণে দুর্গতি,
লালসায় মেতে প্রাণ, এক ধরা বেদনাতে
দিলে তারে ঠেলে মতি।
মৌতাতে ধরা হলাহলে প্রাণ জীবনো গাহিতে গীতি,
চাহিলে না দ্বার দীন জনে তার
কণা সম দ্যুতি।
সংসার ভব পারাবার ভূম দান ধ্যানে মান বহে,
কপট সে সুখ আশাতে মজিলে
তুচ্ছতা অবহেলে।
পার সে কিনারা দিগন্তে আজি খুজিছো ছায়ারো কোল,
ক্ষুদিত পাষান ভূমেতে আজি
লভিতে সে শান্ত উপকূল।
ধুলি ধূসরিত অঙ্গ তোমারি হৃদয় তামসিক অতি,
নাই নাই নাই বহিতে সে উপকূল
প্রশান্ত প্রাণোগতি।
তরীতে তোমারি হলাহল ভরা বিষের বীণেতে গড়া,
বেণীতে লতায় কাঁটায় কাঁটায়
নাই নাই নাই, নাই প্রাণ
মনোহরা।  
দেবতার ঘরে নাই স্থান ওরে শোন পাপিষ্ট শোন,
ইহলোকে আজি বিচার তোহারি
সে পল আজিকে গোন।
কোথা ছায়ার পানে দাঁড়িয়ে তুমি কিসের প্রতীক্ষায়
বিবর্ণ মুখে নাহিকো রা-তুমি,
দাঁড়িয়ে কিসের আশায়।
পার সে কিনারা দিগন্তে আজি খুজিছো ছায়ারো কোল,
ক্ষুদিত পাষান ভূমে ধুলি ধুসরিত
লভিতে সে শান্ত উপকূল।


(আমার লেখা উপরিউক্ত লেখাটির আমার করা ইংরাজি অনুবাদ)


“The poison”


What are you looking for?
In a depressed manner with your
Heart and soul at the
Age of your old!
All the life long you spent with a
Deceptive mind and soul
To rob the treasure and the wealth.
You have cheated the people
As many ways as you could
To fulfill your high ambition
Those were sky high in limit.
You spent the span of your passed life
So lavishly, dip into dishonesty,
With so many maids and maiden
Those who cherish you.
You never look at the suffering people
Around you and
You keep yourself blind into your family
In vogue of life.
You never realize how much pain and grief
They suffered those whom
You robbed their properties with your
Deception to make your golden dream
To Success.
You are the greediest person
Of this earth and
As poisonous as snake.
You have destroyed too many families
Entire in your life.
You never spent a penny to the poor one.
You are the sin for them.
The world praises the virtue of a man
Not the riches and the riches.
You are not acceptable to them.
You are the venom and
As like as spikes to them.
The fraud you are.
What are you looking for?
In a depressed manner with your
Heart and soul at the
Age of your old!
You could never get the peace of mind.
You could never expect the heaven
And the mercy of the
God almighty.
Go go hell, you
Are there just
Suitable.


‘কদম কদম বাড়ায়ে চল’


কদম কদম বাড়ায়ে চল
বাংলা মায়ের বীরের দল
মায়ের আঁচল শীতল তল
রইতে রে বীর আর
কতকাল।
আর কতকাল আর কত কাল
আর কতকাল।
বইছে খর বায়ুর তাল
মাস্তুলেতে ভাঙছে পাল
ক্লান্ত মাঝির তরীর দোলে
ডুবতে চলে ছলকে
জল।
আর কতোকাল! আর কতকাল!
আর কতকাল!
জাগরে ওরে জাগ রে শান
আর দিশাতে করতে নিশান
গড়তে ওরে আগুন দল
চল রে চল শান্তি
মিশন।
শান্তি মিশন, শান্তি মিশন
শান্তি মিশন।
কদম কদম বাড়ায়ে চল
বাংলা মায়ের বীরের দল
মায়ের আঁচল শীতল তল
রইতে রে বীর আর
কতকাল!
আর কতকাল আর কত কাল
আর কতকাল!


“হাট”


আজ হাটেতে গড়াগড়ি
কুমোর পাড়ার কলসী হাড়ি,
পসরা ভরা গরুর গাড়ি
ক্যাচর ক্যাচর শব্দ
তারি।
হাট বসেছে অজয় তীরে,
জন কোলাহল তারে ঘিরে,
আনাজ পাতি কিনছে লোকে
টিপে টিপে অনেক
বেছে।
মাছ টাটকা মাংস গরুর
কিনবে লোকে আজকে জরুর,
আজ হাটেতে কম দামেতে,
তাও বেলা বয় দড়
দামেতে।
মোসিক মিঁয়া মাছটি টেপে,
তীক্ষ্ণ নজয় বাটখারাতে,
হাস্যবদন লাস্যময়ী
দাম দড়েতে হবেই
জয়ী।
বাটখারাতে পাল্লা মেপে
যায় সে ভীষণ দারুন ক্ষেপে,
পাল্লাতে তার কারচুপি ভাই
হাস্যবদন রুক্ষ যে
তাই।
হেতাক হোতাক হই চিল্লান
একতারাতে বাউল গান,
জামা কাপর সস্তা দোকান
ভিড় উপচে ভরছে সে
থান।
ভোর হতে ভাই চলছে মেলা,
উচ্চে বেগুন পটল মূলা,
হাট বয়ে যায় দিনটি চলা,
সূর্য পাটে বিততে
বেলা।
হাট শেষ হয় রাত্রি বেলা
যে যার ঘরে ফিরে চলা,
শুনসান হয় আঁধার কালা
আর রবিবার আসতে
বেলা।


"জন্মদিনে"


আকাশ বাতাস মা মাটি গান উদ্ভাসিত সৌরভে,
জন্মদিনে সুবাস জড়া আর
অলি বন গৌরবে।
আকাশ ঝরুক মুক্তকনা জীবন নদে সফল বেদি,
ঝড় ঝঞ্ঝা উছল সাগর
হাস্য বদন সদাই
মাঝি।
বসন্তের ওই স্নিগ্ধ কায়ে দিব্য ঝলক প্রাণ বয়ে যাক,
জ্যোর্তিময়ী ফাগুন গানে
আর ভরে দিক
মৌতাত।
সফলতা খ্যাতির ঐ, শিখর পানে বইতে রবে,
ভব পারাবার উছল সাগর
হেসে খেলে পারটি
হবে।
লেখনীর ঐ ঝর্ণাধারায় হীরক ঝলক জ্যোর্তিময়ী,
অমর প্রাণের ফল্গুধারায়
আর কামনায় গানটি
গাহি।
বছর বছর আসুখ ফিরে হাজার বরষ দিনটি এই,
দয়াল প্রভুর দরবারেতে
আজ মিনতি ধরতে
সই।


"জন্মদিনে"


সুপ্রভাতে শুভদিনে গাইতে পাখি মধুর গান,
স্নিগ্ধ কল কাকলিত, আজ সুরভি
গাইতে তান।
স্নিগ্ধ মধুর বিভাবসু উজল কিরণ ঝরুক প্রাণে,
দিক অপরূপ বইতে সাগর
আনন্দের ঐ কল-
তানে।
কল কাকুলি পেখম মিলুক অপরূপার সাজ সাজেতে,
শান্তি সুখের বিতান তলে-প্রশান্তি আর
উল্লাসেতে।
উজান আকাশ লক্ষ মো্তি ভব সাগরের দরিয়াতে,
উছল বারি কর্মধারায়-বইতে শান
সম্মানেতে।
জীবন অরূপ শাখ প্রশাখায় মিলতে ডানা বিহঙ্গেরি,
লক্ষী মায়ের আঁচলতলে-সাথ জ্যোসস্নায়
কোজাগরি।
আজকে দিনে জন্মদিনে সাধ্য আমার কিছুই নাই,
প্রার্থনাতে রবির কিরণ তোহার দ্বারে
মাগতে তাই।
বছর ঘুরে হাজার বছর মিলতে শুভ দিনটিতে,
অমর ধরায় হৃদয় ধারায়
বাদ্য আর সঙ্গীতে।
এই কামনা রবকে বলি মিলতে ডানা তোহার দ্বারে,
ভব সাগরের হরেক সুখের
তোহার দ্বারে
দরবারে।


“বাজ”


হিংসা দ্বেষ আজ মানবের ভূষণ রাজি তাজ,
ওষ্ঠ কমল কোমল অতি
পিছে ফেলায়
বাজ।
সংকির্তন হরিনামে বাবার বাবার সে'কি তেজ,
অন্দরেতে আঁধার কালো
লম্বা তারি ভীষণ
লেজ।
রম্ভা দেখায় খোল করতাল লম্বা চিকন গলা,
পাইলে হ্যালায় মোকা মতন
করতে ফালা-
ফালা।
পালা রে পালা, অরে পালা রে
পালা।
পালের গোদা হোদল কুত বিছার মত দাঁড়া,
ছাল ছাড়িয়ে কির্ত্তনেতে
করায় দেশ
ছাড়া।
ছ্যাড়া রে রে ছ্যাড়া-দেশ
ছাড়া।
আর গুণ কি গাইতে কবি লবন মাখায় ঝাল,
আজ দুনিয়া হেলার পো রে
এই রকমই
হাল।


"অভিযান"


ডিগবাজি দেয় নানা আমার
ডাবল ডাবল পরিসানি,
ডিম্ব যেন আর না কারু
ডিম্ব অশ্ব অনেক-
খানি।
ডাকাত শালায় মারব বলে
ডাকতে গেলাম তাকে,
ডাক যেন সে না শুনে কান
ডরায় মার-
পিটে।
ডরালে কি হবে ভাল
ডাকাবুকা রইতে হয়,
ডাকাত শালার শায়েস্তাতে
ডান্ডা দিলে কাজ
হয়।
ডান্ডা নিয়ে চলো নানা
ডাকাত ধরি আজ,
ডিগবাজি আর খেওনা নানা
ডর না পেতে
কাজ।