কতকথা


উত্তীর্ণ হবই মোরা জ্বালতে দীপ মানবতা,
ঊষার রবি পূবাকাশে
আজ আমার ওই
কতকথা।
উত্তীর্ণ হবই মোরা জ্বালতে দীপ
মানবতা।
আজ মানবের নৃশংসতা বিদ্বেষেতে বিষ ধরা,
আজকে প্রাণ হিংসা তলে
মানবতার সোপান
হরা।
আজ দীশা হীন মানব জাত নাই দয়া আর হিংসা দ্বেষ,
আজ দিশাতে গরল বায়ু
মানবতার নাইলো
লেশ।
দিক বিদিকে বইছে বায়ু গরল মেঘ মন্দ তায়,
বিষ বিদ্বেষ উছল বারি
দানবতার গানটি
গায়।
দেশ হতে দেশ দেশান্তরে ছুটতে মানুশ ভয়ের তরে,
বিহগ ভোলে গানটি মধুর
বিরহী প্রাণ চঞ্চু
ভরে।
নদ নদী প্রাণ গতিহারা লহুর স্রোতে ভাসতে জল,
আজ দিকেতে চৌদিকেতে
বিষের বীণ বাজতে
ঢল।
নিঃশ্পেষনের অনল জ্বেলে কুচল আজি মানবতা,
ধর্ম জাত কোন্দলেতে
দূর অস্ত আজ
বিধাতা।
মানবতা সাগর জলে নিমজ্জিত আজকে ধরা,
ঊষার রবি জ্ঞানের আলোক
জ্বালতে কি আর
মনোহরা।
আজ মসিতে কান্না লিখি জ্ঞানের আলোক ছড়িয়ে দিতে,
প্রভুর বাণী প্রেম প্রীতিরই
গাইতে আজি চৌ-
ভিতেতে।
আঘাত বাড়ি দিতেই তাদের দীপ্ত সুর গাইতে গান,
পূবাকাশে ঊষার আলোক
প্রশান্তিতে মিলতে
প্রাণ।
উত্তীর্ণ হবই মোরা জ্বালতে দীপ মানবতা,
ঊষার রবি পূবাকাশে
আজ আমার ওই
কতকথা।


আমার লেখাটির আমার করা ইংরাজি অনুবাদঃ-
“We shall overcome some days”


We shall overcome by some days,
We shall overcome some days.
Those brutal activities of the people
Towards the humanity seized the
Glory of love and compassion
In all direction of the earth.
The up roaring and the flashing
Of the clouds of jealousy and the enmity
That overwhelmed the earth entire and
Engulf the peace of mind and soul
Peoples are moving here and there
With the fear of eviction.
The birds forgets its melody,
The rivers forgets its glory of periodical flow and
Flooded with the clolour of blood,
Each and everywhere in this world.
Troubled air are getting hard to breath,
Peoples are running away to escape the torture
That being done by the fierce bigotry of religion.
All is out of order and the humanity sunk down
Deep into the sea.
May we get the beam of knowledge and
Peace and tranquility!
How could we!
So I am engaged in the lyrics to spread
The message of God almighty
The message and advice of thee,
Towards each and every corner
Of the world to enlightened them,
To hit their mind and soul,
With the hope their awareness will rises up
Some days,
To serve the humanity.
I engage myself by and his order
And as he wish to and I belief that
We shall overcome by some days.
We shall overcome some days.


“আহ্বান”


আজকে মাদল বাজতে ধরায় মানবতার হানি,
দশ দিশাতে হুলুস্থুলুস
হিংসা দ্বেষ ও
গ্লানি।
গহন আজি প্রেম প্রীতি গান দফন ভূ এর তলে,
মাদল বাজে লল্যুপ শিখা
গরল পিচাশ
গলে।
স্তব্ধ আজি প্রাণের দিশা তমানিশার ঘোর,
বাজতে মাদল দানবতার
নিশিথ ঘন
ঘোর।
আয় সোপানে শান্তি গান ভুবন ধরি আজ,
মানব মোরা নয়কো পশু
পাস না কি'রে
লাজ।
লাভ ক্ষতিরই হিসেব ছেড়ে আয় রে আয় শ্রেষ্ট হই,
জাত মানুষের প্রেম প্রীতি গান
আজ ধরাতে ছড়িয়ে
দেই।


“ক্যালেঙ্কারী”


ক অক্ষর গোমাংস ন্যাতার তেজে ঝরছে ভুবন,
ক্যালেঙ্কারী তার দ্যাসেতে
দ্যাখতে রয় আর
দূর্জন।
আহা! খাসা তাহার বদনখানি তেল চকাচক শান,
মুখে বাহার ছুটে তাহার
কাজ বেলায়
সং।
ঢং ঢং তার চলনখানি সাহেব বাবুর বাড়া,
কুন খানে নাই কীর্তি তাহার
হিসেব ঘুষের
ধরা।
এখন ধরায় রাজ সে তার, রাজনীতি তার ব্যাবসাখানি,
পাঁচটা বছর আর যে শুধু
গড়তে তাহার ত্যালের
খনি।
আহাম্মক আর দুর্জনেতে পিছে পরে রইতে সদা,
ভৈরব তার সৌকত শান
দলন দিতে করতে
সিধা।
আহা! ক অক্ষর গোমাংস ন্যাতার তেজে ঝরছে ভুবন,
ক্যালেঙ্কারী তার দ্যাসেতে
দ্যাখতে রয় আর
দূর্জন।


“ভালোবাসি”


এ জগতের প্রতিটি হালচালই এক একটি কবিতা।
আরোহ বিরহ রাগ অনুরাগ,
ক্রোধ বা প্রেম যেন জলতরঙ্গের
এক একটি মধুর ধ্বনি।
কখনো আগমনী কখনো বা
বির্ষজনেই শুনি।
টুপ টুপ করে ঝরে পরে কবিতার রাশি,
তাই তো ভালোবাসি-ভালোবাসি কবিতা
আর তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গের
কান্না বা হাসি।


“হাল পানি”


স্বার্থ নিয়ে খেলছে চলা আজ দুনিয়া কঠিন অতি,
স্বার্থ বিনে কাজ নেই আজ
হাল পানিতে চলতে
গতি।
রইলে ধন পরম পূজণ দেব দেবী হয় পিতা মাতা,
ধন্দ যদি রয় গো সেথা
করুণ সুরের কাব্য
গাঁথা।
বনমালী আজ রাঘব বোয়াল পূজতে তিনি ধন,
আর গরীবের গুষ্টি মারেন
দিকনা যতই
মান।
পঙ্খীরাজের ওই ডানাতে এক ধরা প্রাণ ধরা,
স্বার্থ বিনে একচুল ভাই
হয় না নড়া-
চড়া।
স্বার্থ নিয়ে খেলছে চলা আজ দুনিয়া কঠিন অতি,
স্বার্থ বিনে কাজ নেই আজ
হাল পানিতে চলতে
গতি।


“অভিযান”


ঠিক ঠিক কন দেখি
ঠিকানাটা চাই যে শালার,
ঠেক গেড়ে সে নানার ঘরে
ঠকবাজিতে নানায়
বানায়।
ঠিক করব মতি তার
ঠুকবো তারে আজি,
ঠক ঠক দাঁত কাঁপবে যে তার!
ঠকবাজি তার বেড় করে
দি।
ঠিক কইছি না নানা,
ঠকায় তোমায় সাহস এত!
ঠিক করেছি রাম দাঁ'তে
ঠিক নামাব গলা
টাতো।
ঠায় দাঁড়িয়ে নানা কেন!
ঠক ঠকানি কাঁপছো যেন,
ঠিক করবো হ্যালার পো'রে-
ঠাই ঠাই মার, চলো নানা হাড্ডি
ভাঙ্গ।


“কবর”


ত্রিশ হাজার চূনা গেল
তিন দিনের নার্সিং এ,
ভাবছি কেন রোগ ভোগ হায়!
ছাড়ে নারে কবি
রে।
হের পরতে ঔষধ পাত্তি
হাজার খানিক আরো,
হেলায় অসুখ নিমক হারা্ম
কয় শুধু বার
করো।
আর কত করুম রে
ধান্দাপানি নাই,
দিন রাত মান আসরেতে
কবিতারই
গাই।
ঠিক কইছ্যান কত্তা আমার,
ঠন ঠনা লাভ হেতা,
কাব্যকথা হৃদয় কথা
কবর নিজের
পোতা।