৬/২২ মিঃ রাত ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে পুনঃ রচিত হলো "আমাদের ছোটো নদী" কবিতাটি।


"আমাদের ছোটো নদী"


(আধুনাতে গ্রামে আর সেদিন নেই। রাত হলেই নদীর ধার চলে যায় দুস্কৃতিদের দখলে। অনেক কুকর্ম ঘটে চলে অহরহ। আধুনাতে ছোটনদী প্রনোবন্ত হলেও আধুনিকতার উৎশৃঙ্খলতায় সে অনেক সময়ই রক্তাক্ত হয়। তাই তো ভিন্ন আঙ্গিকে সেকথা প্রকাশ করবার প্রচেষ্টা করেছি।)


আমাদের ছোট নদী আমাদের গাঁয়ে বহে
ঝির ঝির জলোধারা যেন খুশি কথা কহে।
দুই পারে নিত্য সে-যেন বসে যায় মেলা
বঁধু সবে ঘষে মাজে ঘটি বাটি এঁটো থালা।
নদীপার বাঁধ নাই পায়ে হেটে নদী পাড়
উঁচু তুলে শাড়ি পার পানি হতে বাঁচবার।
কাশবন ঢেউ তোলে বসন্ত মরশুমে
প্রভাত ও সাঁজকালে রবি তারে যায় চুমে।
সারি সারি বাঁধা বাড়ি নদী হতে অদূরেতে
দ্বিপ্রহরে প্রত্যহ ছেলে বুড়ো স্নানে মাতে।
মতি মিয়া উঁচু ডিঙ্গি জ্বাল ফেলে মাছ তোলে
সাঁজকালে বাউলেতে একতারা সুর ভোলে।
সার সার দোকানেতে রবি বার হাট মেলা
দোকানিতে খদ্দেরে মুলায়িতে যায় বেলা।
নিরালাতে চাঁদ হাসে আলো ঝরে জ্যোছনাতে
ঘরে ঘরে দ্বীপ জ্বালে ছোট ছোট পিদিমেতে।
অভিসারে মাতে প্রেম কাশ বনে রঙ্গ সে
আলতার আলপোনা প্রেমিকেরা বসে আঁকে।
তারা খসে আকাশেতে মাধুরিমা জ্বাল বোনা
দুস্কৃতি কতিপয় শুরু হয় আনাগোনা।
কাঁদে চাঁদ কপটতা হুটোপুটি লুটোপুটি
হাহাকার কলরবে কাড়ে প্রাণ দুস্কৃতি।
হায়নার হাসিরবে মাঝে মাঝে ঝরে লহু
দুনয়নে বিবসনা কাশ বনে হয় বঁধু।
ছোট নদী বয়ে চলে অনন্ত কুলকুল
সাক্ষী সে রয়ে যায় প্রাণ হারা বুলবুল।
আজি গ্রাম জীবনেতে বিষাক্ত নিশ্বাস
ছোট নদী যেন বলে কোরো নাকো বিশ্বাস।
আমাদের ছোট নদী কুলুকুলু বহে গান
তস্কর ভক্ষক তাও ধরে মিলে শান।


প্রিয় কবি কবির সরদার মহাশয়ের আজ প্রকাশিত "দাদুর প্রশ্ন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


স্বাগতম


আজ যে তরুন কাল সে বুড়ো
কালের গতি স্রোতে,
জলের স্রোত অনেক বয়ে
মোহনাতে মেশে।
সাগর ভূম মিলতে কণা দারুন কলরব,
উছল করা লহর ঢেউ-
বইতে রবের ভব।
কান্না অনেক বুকের মাঝে পানায় যখন পাঁক,
রুদ্ধ গতি তারস্বরে অনেক
হাকডাক।
বর্ষা আসে জীয়ন ভাসে পাখনা মেলে ডানা,
তির তির তির জলোধারা-
উড়িয়ে চলে পানা।
বসন্ত সে কুলুকুলু স্নিগ্ধ মধুর ধ্বনি,
সাগর পানে মিলতে চলে-
জলের ধারার রানী।
মিলেই সাগর লহর ডাগর মুক্তি পেতে প্রাণ,
জোড় করেতে যমদুয়ারে
পর্ব স্বাগতম।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "শ্রীধর খবর-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


রাজনীতি


বাহা রে বাহা-কোথায় গেলি বুল রে ভাই!
নৃত্য কর সাঁনাই বাজা-চল নকলে
মজে যাই।
রাজার রাজা রাজনীতিটা আজ আমি রে শিখেই নিছি,
আর কেন রে কাব্যাগাথা-ছেড়া কাঁথা
মিছিমিছি!
খোল করতাল শিঙ্গা নিয়ায় ডুব দিব রে ওই নীতি,
নকল ধরা কথার ভুলে-ভুলভুলিতে
রাজনীতি।
শব্দ বানাই ঢঙ্কারেতে গোলাম রাজা খেলতে রে ভাই,
কি আর হবে লিখে লিখে-চলনা রে বে
ধরতে সাঁনাই।
বাহা রে বাহা-কোথায় গেলি বুল রে ভাই!
নৃত্য কর সাঁনাই বাজা-চল নকলে
মজে যাই।


প্রিয় কবি শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় মহাশয়ের আজ প্রকাশিত কুসংস্কারের কাদা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


দোষী


আধুনিক যুগ।
আমি ভাবি বাবারা করে-না
মহিলারা বাবাদের
বানায়!
কি জানি
এ কোন অজানা রোগে
ধরলো আমায়!
হটাৎ মটাৎ
কেউ প্রতিবাদী হলে
গন্ধ ছড়ায়।
বিচার তাদেরও হওয়া উচিৎ কারন
অন্যায় যে করে আর
অন্যায় যে সহে সমদোষে
দোষী.


প্রিয় কবি মোনায়েম সাহিত্য মহাশয়ের আজ প্রকাশিত "কথা অমৃত-১৩৯" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


শান


ধন যার মান তার-
দিকে রবে শান
তার।
বাড়ি গাড়ি সোনা দানা-
পিছে পিছে
মোক্তার।
সারি সারি জ্ঞানী গুণী-
সম্মান দেয়
গুনি।
স্তাবকের দল-ভরা
ধরাতল।