(আজ আমার এখানে সকাল ১১ টা খেকে বিকেল ৫টা অবধি কারেন্ট ছিল না। তারপর এক ঘন্টা নেট লাইনের কাজ চলে। তাই সবার কবিতায় যেতে পারলাম না। চেষ্টা করব আগামীকাল কবিতাগুলি পাঠ করবার। আন্তরিক শুভকামনা রইল প্রিয় কবিসকল।)
(কিছু ভুল থাকলে আগামীকাল সম্পাদনা করে দেব। আজ বারবার পাঠ করতে পারি নাই।)


৮/১৯ মিঃ রাত পুনঃ নির্মান হলো ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে রবিঠাকুরের "আমরা কি সত্যই চাই শোকের অবসান!"


আমরা কি সত্যই চাই শোকের অবসান!


আমরা কি সত্যই চাই শোকের অবসান!
তাই কি তুচ্ছ অবনী-গাহি ধনেরই
জয়োগান।
বলিষ্ঠ বুলি গলে-ভ্রমর কি অলি-
মাঠে ঘাটে পথে খই-বাগ্মিতা
কথাকলি।
রঙ্গ কি ভঙ্গ!চকাচক-সীমা করি পার,
জোয়ার কি আসে ভেসে
ধনেরই কারবার।
শিশু এক জন্মে পথে কিবা মাঠ ঘাট,
ফেলে দিতে গঙ্গায়-উদ্যত
রাজপাট।
লহু বহে বন্যা-হাওয়া বহে সীমানাতে,
দিশা দিকে রব বহে-কান্নাতে
কান্নাতে।
বান কি গো উঁচুতলা ছুতে দিতে সাহসেতে,
রই ধন পিপাসাতে-দশতলা
ইমারতে।
রব জ্বালা জ্বালাতন কুচলেতে ঘাড় মাথা,
নাহি চাহি ইতিহাসে-শোষকের
ব্যার্থতা।


প্রিয় কবি সমীর প্রামাণিক মহাশয়ের আজ প্রকাশিত "নামকরণ" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


জমজমাটি


রে বুলবুল জানিস নাকি হচ্ছে কবির নামকরণ
নথিভুক্তি করতে হলে ধরতে হবে ব্যাকরণ।
তুই আর আমি দূরেই থাকি ভাবতে লাগে ভয়
যদি আবার প্যাক দিয়ে ভাই-যদি পাগল কয়।
এখন তো ভাই আধাপাগল পুরাই যদি বানাই দিল
লিখতে ক লিখব ভ-কবিতা কি হবে ভাল।
এমন করে শিষ বাজালি-ব্যঙ্গ করে বলতে পাগল
তুই কি এমন ভাল নাকি-আস্ত গোটা রামছাগল।
মেলায় গেলি পিট্টি খেলি-দুই গালেতে ছুকরি দিল
তাও কি তোর ফিরল হুষ-গাল দেয় ওই মানুষগুলো।
হচ্ছে অনেক ব্যাপার বড়-জমজমাটি নামটি বেশ
মারতে সিল কবির গায়ে-দারুন নাম অম্বরীশ।
আর কি বুল জানিস তুই-খুশি আমার গাল বেয়ে যায়
তাও ভাবনা নামটি রে বুল-বিদঘুট্টি দিয়েয় দেয়!
কি মজা না বাজাস শিষ! তুই কি আমার সতীন রে
এসব ছাড় রাস্তাপানে-আসছে নাকি নজর দে।


প্রিয় কবি অনীক মজুমদার মহাশয়ের আজ প্রকাশিত "গুরু তুমি হে ও মানুষ কর গুরু হে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


দেবালয়


তুমি মহতের মহত জন্ম দিয়েছো এক ধারা,
হৃদয়ের কথা উজার করে-কেমনে
দিতে ধরা।
ছন্দ কি তাই গতি কিবা লয়
তোমারি লেখনী মানে নাতো কিছু,
যেন দেবালয়।
এ ধারাতে লিখিতে ভাবি মন নিত্য,
বহমান স্রোত কাব্যেতে
তোমারি মাহাত্ম।
অনেক অনেক শুভকামনা দিতে চাহি প্রাণ,
তোমারি হৃদয়ে ফল্গু বহে-কবিতার
জয়োগান।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "মূর্ধন্যকাল" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


জ্ঞান


বিচিত্র বিজ্ঞান বিচিত্র মতি তার,
লরুলতা এইটাই রূপ তার
শতধায়।
নন্দন কাননেতে পারিজাত শোভা তার,
শতদল কোকোনদে রপ তারি
বিস্তার।
অনন্ত ব্যোম শুনি দিকে দিকে তারি ধ্বনি,
স্তল জল মহাকাশে-পলে পলে
পদধ্বনি।
জীবনের গিরিখাতে অশান্ত প্রবহণ,
জরা জীব রোগ ভোগে-জীবনের
জয়োগান।
শক্তির তেজে জ্বালে বিদ্যুৎ প্রভা আলো,
তমানিশা দূরে ঠেলে-দিকে ভিতে
ঝলোমলো।
স্বস্থির বায়ু ধরা বিশ্ব সে মুঠিতেই,
দূর আর দূর নহে-বিদ্যুৎ
গতিতেই।
বিপরীত পরিণামে মানব সে শয়তান,
তারি সাথে মজে গিয়ে-ক্রুরতার
গাহে গান।
অণু অণু শক্তিতে নাহি প্রাণ ভক্তিতে,
মাতে মন রণ সাঁজে-উদ্যত
যুদ্ধেতে।
মাতঙ্গ দিশেহারা পুকার সে দিতে কড়া,
দশ দিশা সসাগরা-কাঁপে থরো-
থরথরা।
অনন্ত বিদ্বেষে প্রাণ কাঁদে কবি মোর,
দেখি রবি দিবাকর-যেন কালো
ঘন ঘোর।
হেরি প্রাণ ঘেরাটোপে-অনূ অনূ শক্তি সে,
দিল জ্ঞান বাতি দেব-কেড়ে নিল
দানবেতে।
পল পল বাণী শুনি ধ্বংসের পদধ্বনি,
ওই আসে কালোকাশে-লুপ্ত সে
ধরণী।


প্রিয় কবি মণি জুয়েল মহাশয়ের আজ প্রকাশিত "অতঃপর এখন" কবিতার উত্তরে  (একটু আগেই) কমেন্ট বক্সে লেখা কবিতা।


জীবন


একসময় ছিঁড়ে যায় সুতো
বহু ঘুড়ি ভ্যোম হয়ে যায়
অজানায়।


কিছু কেউ কেউ খুঁজে পায়
কিছু হারিয়ে যায়
নিরালায়।


এই তো জীবন।