Sanjay Karmakar
eetr1Sp7oan hosforsreds  ·
"কবি লিখে কবিতায়"


রিনিঝিনি বাদলের টুপ টাপ বর্ষণ
বারি তারি ধারা তাহে উতলা যে হয় মন।
কালো মেঘে বহে বেগে তড়িৎ-এর কিঙ্কিণী
নাদ তারি ভারি ঘন শিহরণে পল গুনি।
টুপ টাপ নূপুরের অবিরাম বারি ধারা
শিশু মনে ঝঙ্কারে মতি হয় গতি হারা।
মোহময়ী চিন্ময়ী মাতা রানী জলদের
স্পর্শেতে প্রাণ জাগে কিশলয়ে তরুদের।
সবুজের বলয়েতে জাগরণে শোভা তায়
মোহ জালে মাতে মন কবি লিখে কবিতায়।


জলে জলে শত বলে গিরিখাতে নদী বয়
ঝর্ণা সে উছলেতে শ্বেত বারি ফেনা তায়।
ব্রজধামে গোকুলেতে গোপী হৃদ মদিরায়
বেণু তারি আরাধনে; মন বায়ু বেগে ধায়।
শতফুলে ঝিলে বিলে মধুকরে গায় গান
রিনিঝিনি রিনিঝিনি বারি তার-ই গুঞ্জন।
শতধায় নদী বায় গরজনে স্ফীত কায়ে
নয়নেতে বারি তারি বানভাসি প্রাণ তাহে।
মেদিনীতে ওই পারে গড়া তারি ভূমি তায়
ত্রাণে আর বানে নাঁয়ে; ছুটে চলে জনতায়।
আঁখি তারা ছলকেতে কবি তার কবিতায়
কপোলেতে বরিষণে চিত্র সে এঁকে যায়।