Sanjay Karmakar
badge icon
Founding Members
  · tSJuspaoti onnoisosruleSwid  ·
জীবনমুখী কাব্য লেখ,"কবি তুমি"  


কবি তুমি জাগলে কেনই নিদ্রা কেন নাও নি!
কুয়ার ব্যাঙের দেশ মানে কই ভেক কেন বাপ হও নি?
বেশ তো তোমার যেমন তেমন তীব্র জ্যোতি কোথায় পেলে!
ভস্ম যে হয় আপদ শ্বাপদ, দৌড়ে পালায় রণ টি ফেলে।
মধুর সুরের কূজন তোমার দোয়েল কোয়েল হার মানে
দেশ ও জাতি জাগতে যে রয় অরূপ তোমার দীপ্ত গানে।
প্রেমের বোলের জীবন তোমার আকাশ তারা সাগর মোতি
তোমার গানে প্রাণ যে জাগে দারুন তোমার তীব্র গতি।
সতীর দেশের তাজ যে তুমি অমর বাণী তোমার গীত
দিবস রাতি জোনাক বাতি দিব্য তোমার প্রেম আর প্রীত।
আজ আধুনা যায় না চেনা সুরের সে বোল অস্ত আজি
বড়াই বড়াই বড়াই চলে, লড়াই করে কাজির কাজি।
পুনঃ সে গীত গাইতে তেমন আমার সাধন আরাধনা
আর কিছু নয় চাই যে আজি পুনঃ যে সেই নোবেল খানা।


বি। দ্রঃ কবিতাটি সরাসরি এখানেই লেখা।