Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JrutdSpsuoncsfgtoo Snoredwm  ·
"কবির কাজ"
.
কবির কাজ হলো জাত তার বজ্জাতির সমূলে আঘাত করা
দ্রোহের অনলে লোহিত বরণে জ্যান্ত কবর দেওয়া।
বজ্জাতির ওই হোম অনলে চাবুক দিতে কশে
চাবকে লাল বিঁধতে ফলা অনল সম রোষে।
বাধ্য কি বা বাধকতায় যায় কি তারে রোখা!
কবির কলম মশির বাড়ি তার ও হতে চোখা।
চাখলে সে রব দিল দরিয়ায় তুফান ঝরায় বারি
এমন শত কবির লেখা দুনিয়া করে দারি।
হজম কি হয় সে ঘাত সেই; জ্যান্ত বিভীষিকা
বিভায় তারি পুড়লো গেহ! তাই তো আঙুল বাঁকা।


সংযোজনাঃ


রম্য ছড়া, "জেতি হয়"


Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 7 mins  ·
তার পরি জেতি হয় তাহার ই সে দরবারে
জম রাজি সেথা চলে ধরি তারি নাপিবারে।
ঝুলি পরা স্কন্ধ তে জুঝিবারি নাহি পারে
ফেলি দেয় আগুনেতে অনন্ত পুড়িবারে।