আজ একটা মজার জিনিস দেখাব। কথ্য ভাষায় লেখা কেবলমাত্র একটি লাইন কে বিভিন্ন কাব্যিক ভাবে প্রকাশ করে গোটা একটা কবিতা লেখাও সম্ভব। একটা উদাহরণ দিয়ে বোঝালে ব্যাপারটা সহজ হবে। যেমন, কথ্য ভাষায় নিচে আমি একটি লাইন লিখছিঃ-


"সমাজ উচ্ছন্নে গেছে, সৎ লোক আজ দুর্লভ"


এবার এই কথাটাই চার রকম ভাবে কাব্য রূপ দিব।  


এক) নাই তো দিশা, নাই ঠিকানা-সমাজ করুণ হাল
নাই তো দেখা সত্য সৎ-এর, কর্ষণেতে
হাল।


দুই) সমাজ সে তো আজকে মৃত শ্বাস গেছে তার বহি
দিকে বিদিকে গৃদ্ধ সে রব, সৎ আজি প্রাণ
নাহি।


তিন) সুবাস খানিক নাহিক ধরা হিংসা দ্বেষের গান;
দানব সেথা রাজ সে মতি, রাজ করে শয়-
তান।


চার) অশান্ত মতি প্রাণ ভ্রান্ত সে দিশা সেই
রাবণেতে ঘোরে দিকে, রূহ তারি
দশাসই।


একটা উপসংহার বা লেজুর এ চারটি স্তবক একসাথে জুরে লাগিয়ে দিলেই দেখুন একটা গোটা কবিতা হল কিনা। এবার মনমত একটা লেজুর লেখি।


এসো আজি পথে চলি মানবতা গাহি গান
বহিতে এ বসুধরা, জনে জনে
কলতান।


এবার আস্ত কবিতাটি লিখে দেখাইঃ


নাই তো দিশা, নাই ঠিকানা-সমাজ করুণ হাল
নাই তো দেখা সত্য সৎ-এর, কর্ষণেতে
হাল।
সমাজ সে তো আজকে মৃত শ্বাস গেছে তার বহি
দিকে বিদিকে গৃদ্ধ সে রব, সৎ আজি প্রাণ
নাহি।
সুবাস খানিক নাহিক ধরা হিংসা দ্বেষের গান;
দানব সেথা রাজ সে মতি, রাজ করে শয়-
তান।
অশান্ত মতি প্রাণ ভ্রান্ত সে দিশা সেই
রাবণেতে ঘোরে দিকে, রূহ তারি
দশাসই।
এসো আজি পথে চলি মানবতা গাহি গান
বহিতে এ বসুধরা, জনে জনে
কলতান।


চেষ্টা আর অধ্যাবসায় থাকলে সবার পক্ষেই লেখা সম্ভব।


শুভকামনা সহ সঞ্জয় কর্মকার।