Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 1 min  ·
যুগল বিবিধ কবিতা, "কবিতার উপাদান"


"লীনা দাস"


উপস্থিত কবি গণ;
আজ আমি কাব্য পড়তে আসিনি।
আপনাদের নিকট জানতে চাই
কবি'র সংজ্ঞা কি?কবিতা কি?
গুস্তাফি মাফ করবেন, আমি জানতে চাই--
গোঁজামিল শব্দের মিশেলে কি কবিতা হয়?
আমি বলছি কবিগণ,
হয় না হয় না যদি হয় বুঝিয়ে বলুন।
যদি তাই হয়--যদি তাই হয় --
কবিতা কি তবে বেনোজল?
মল,মূত্র, আগাছায় সম্মিলিত আবদ্ধ জল?
রূপকের রূপে আমি দিশেহারা এদিকে!
বুঝতে পারিনা কিছু!
সামঞ্জস্য হীন উদ্ভট সব রূপক!
আমি কবি নই শুধু মাত্র জানতে চাই।
জানি আপনারা পাশ কাটিয়ে চলে যাবেন।
কিংবা জানাবেন শুভকামনা।
উত্তর দেবেন না।
সবাই ভাল থাকবেন
ধন্যবাদ!


"সঞ্জয় কর্মকার"


কবিতা ফুলের মতন কোমল আগুনের মত লাল
কবিতা প্রেমের বাঁধনে বাঁধা কবিতা দ্রোহের মশাল।
ভুবন সেথায় হারায় প্রেমে রম্য উপকথা
স্রোত সে নদেয় ত্রিলোক বাহিত হৃদয়ত হয় যথা।
সুশ্রী নারীর কোমল লাজুক দৃষ্টি তাহার হয়
কবি ও কবিতা প্রতিরূপ তা তাহারি সে গীত গায়।
সে গীত বাহিত রসের প্রবাহ ঈশ্বরের ঐ দান
তাহারি লেখনী তাহারি সে বাণী কবিতার উপাদান।