Sanjay Karmakar
badge icon
Founding Members
  · t2S hporcnolsorrcends  ·
"কফিন"
.
আমার আর বছর ছয়েক ভাবনা মনে ষাট
দেখতে হবে সে কূল মাঝি তার দুয়ারের ঘাট।
শূভ্র সফেন
সামনে কফিন,
শূন্য মনে হাওয়ায় দুলি নিদ্রা বিহীন রাত।


"ব্যোম বোলা বোল"
.
ব্যোম বোলা বোল দাদু আমার
শক্ত কঠিন লোহার কামার।
রঙ্গ তার ঐ
ভাজতে খই,
তার প্রয়োজন শব্দ বোমার।


"নিমক হারাম"
.
জের বা জেরা জলজিরা আজ
লুচির মতন ফুলা;
ভূত আর ভোট সর্যে হেথায়
নিমক হারাম গুলা।


পট আর পরী জগত জুড়ি
ধিতাং ধিতাং নাচে;
আর জনতা বিষের বীণে
ন্যাপার দাঁড়ি
চাঁছে।


"ঘুঘুর বাসা"
.
কয়টা সাধু
সবাই কদু;
এক তারাতে
বাজে;
মোড়গ ঝুটি
ময়রা কানাই;
লঙ্কা তেলের
ঝাঝে।
দিন কি বীণ
ফাটা কাসর
ফ্যাস ফ্যাসে
সুর তায়;
এমুন তরা
গীবত হেথায়
কান্দে বি-
ধাতায়।
ধ্যত তারিকা
নাই তরিকা
তরকা রুটি
খাসা।
যেদিক তাকাই
সেদিক দেখি
গুপ্ত ঘুঘুর
বাসা।


"শ্বাপদ"
.
ক্ষুদ খই
ধরবোই
রাগ কেন
করো;
ভয় কি সে
যায় দিশে
ভয়ে কেন
মর।
মোড়লের
নাতি আমি;
হাতি ঘোড়া
খাই;
ক্ষুদ ধরা
ছানা বড়া
কাজ কিছু
নাই।
মানবের
মতো আছে
দুই খান
পদ;
আসলেতে
জেনে রাখ
স্বভাবে
শ্বাপদ।