কইলে হলো! শুধরে যাব? এত্ত সিঁধা ভাবো
জিন্দা য'দিন রইবো ভবে
বইবো না গো করুণ রাগে,
পরের মাথায় কাঁঠাল ভেঙে মগডালেতে রবো
কইলে হলো! শুধরে যাব? এত্ত সিঁধা ভাবো!!!!
কানা কড়ি আর গো পরী
করলে পরেও পীড়াপীড়ি,
দেয়না ওগো ধরা; পকেট যদি রকেট হয় নইলে লাগে খরা
সোনায় সোহাগ হইলে রে সৎ
জিন্দা ঘাটের মরা!  
ছিন্নমূলে নাই রে কূলে জাতে উঠার ভেলা!!!
কইলে হলো! শুধরে যাব? এত্ত সিঁধা ভাবো
জিন্দা য'দিন রইবো ভবে
বইবো না গো করুণ রাগে,
পরের মাথায় কাঁঠাল ভেঙে মগডালেতে রবো
কইলে হলো! শুধরে যাব? এত্ত সিঁধা ভাবো!!!!।


নিচের অংশটুকুর সূত্র, "বোরহানুল ইসলাম লিটন"


আমার মত চলবো আমি, বলুক না যা পর,
ভাঙা গড়ার করে খেলা
ইচ্ছে মতো গড়বো বেলা
পরের ধনে লাঙল দিয়ে গড়বো সাধের গড়!
সেথায় সুখে দিন কাটাবো, করবো; পরীর সাথে ঘর।


কেনেই বাবা শুধরে গিয়ে সুবোধ বালক হবো?
পরের মাথায় কাঁঠাল ভেঙে মগডালেতে রবো
কইলে হলো! শুধরে যাবো? এত্ত সিঁধা ভাবো।