Sanjay Karmakar
·noseptdSor3173h1uih02ihl1atmm14Jc20403t6u9w8its6n9ith43o0u9 ·


অচিন দেশের স্বপ্নে মজে ছুটছে মনের ঘোড়া
তীরের বেগে অনেক ভেগে দেশটা পেলো খোঁড়া।
জলের বাতি জ্বলবে কী আর! দাহ্য কী আর জল,
উপর থেকে নিচের তলা-সব ঈমান দারের দল!


চলছে ঈমান যেমন বিমান জোরসে চলে খুব
বিকিকিনির ভবের হাটে, রোজ ওই সে দেয় ডুব।
ডুব সাঁতারে খুব ওই পটু টেবিল বলে কথা!
যেমন তেমন না হয় বাপু টাকার যে চাই মোথা।


খোঁড়ার দেশে সাধুর বেশে তপেই সবাই মজে
বিড়াল যেমন তপস্যাতেই রত সকল কাজে।
দর ধরিলে ছিঁড়বে দড়ি দখল হবে শেষ
কলম টলম ফেলাও কবি- সাধুর ধরো বেশ।


(সৌজন্যেঃ- প্রিয় কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) মহাশয়।))