Sanjay Karmakar


  · t4uSp ohosnorussoreed  ·
"কলরোল"
.
কোন একদিন ওই সেই ওক সারি-ওখানেই
জমা ব্যথা থই থই হ্রদ এর ওই পানিতেই,
ধারাপাতে বোল ছিল,
হৃদয়েতে দোল ছিল-আনমোল;
শূন্য এ আঁখি তারা টুপুটুপু জলে ভরা
হিল্লোলে হিলে দুলে আজি করে
কলরোল।
.
সেই সব স্মৃতি সবে বহে চলি অনুভবে
ওই সেই ওক সারি- ওখানেই;
কপোলেতে ধারা বহে
শত ঘাতে পথ বেয়ে-অন্তরে;
স্মৃতি সবে দেয় দোলা প্রত্যহ দুই বেলা
ডুবে চলা রবি করে বেদনার
আরাধন।
.
অন্তরে ঘন ঘোর শ্রাবণের ই বারিধারা
অশান্ত সাগরেতে মাঝি আজি দিশেহারা
ব্যাকুলতা গ্রাসে মন
তোমার ওই আরাধন-দিবা রাতি
ক্ষয়িষ্ণু তন কায়; অশনি সে চমকায়
স্মৃতিরই শিথানেতে কলরোলে
বন্দন।
.
কোন একদিন ওই সেই ওক সারি-ওখানেই
জমা ব্যথা থই থই হ্রদ এর ওই পানিতেই,
ধারাপাতে বোল ছিল,
হৃদয়েতে দোল ছিল-আনমোল;
শূন্য এ আঁখি তারা টুপুটুপু জলে ভরা
হিল্লোলে হিলে দুলে আজি করে
কলরোল।