Sanjay Karmakar
Rising Star  · t7sSf pgfonhsorrteesd  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
"কনে দেখার কি"


খাবি দাবি ঢোল বাজাবি
কনে দেখার কি;
আস্ত শেয়াল মামার ঘরে
গোসল করিস ছি!
গা করে রি রি;
কনের নাকের তলায় গোঁফ
কেমন বিচ্ছিরি!
ও ছোড়া তুই ভাগ রে বাপু
কনে দেখার কি;
খাবি দাবি ঢোল বাজাবি
সঙ্গে তবলচী।


"লাবড়া ডাঙার লেই"
.
তলাপাত্র একমাত্র সঠিক দিছে ভাঁও
তলায় ফুটা তার পরেতে তলিয়ে
গেল নাঁও।
বিশ বাঁও ওই জলের তলায় কাঁদার সাথে মিশে
ভাবছি কেমন ভ্যাবাচ্যাকা; তুলনা দি
কি সে!
বিষের বীণে উঠলো সাগর লহর উঁচু সেই
হাত পা লুলো চাকরি গেল লাবড়া
ডাঙার লেই।


"সীতা হার"


বৌদি বুঝি গাল দিয়েছে বেশ তো রকম ঠুষে
তাই বুঝি মন নাইরে ভালো থাকছে না আর বশে!
ওরে কানাই কাঁদিস নে আর
আন রে কিনে সীতার সে হার,
খাঁটি সোনার দিলেই তারে, ধরবে কোমর কষে।


"সাধ"


মামা বাড়ি হাটে যাব
লিচু আর দুধ খাব;
এদিকেতে ওদিকেতে
যাকে পাব কামড়াব।


সুই দিতে হবে খেলে
ওই ছেলে ভেলভেলে;
পাকা আম শরবতে
দে না ভাই দুটো ডলে।


বেশ ভাল হওয়া চাই
সন্দেশে মাটি নাই;
হাগা মুতা সব রদ
বোতলেতে সুরা চাই।


দুরাচারী বৈদ্য
তুই বানা খাদ্য;
বিয়ে হলে বল দেখি
বাজে কেন বাদ্য।


বদ্যির রা নাই
হিসেবেতে পাই পাই;
দুর শালা ভোম্বলা
চল দেখি গান গাই।


পেটে কেনে ব্যথা হয়
অশ্রুর বান বয়;
হাকিমেতে কবিরাজে
চার চোখে কথা কয়।


তুই কেন ভোম্পু
দিস তেল শ্যাম্পু;
দ্যাখ শালা গেল কই
মামার ওই টেম্পু।


চল কানু নাচি ধিন
নিয়ে আয় আল পিন;
সাপুরের ভোম্পুতে
ওরে কালু বাজা বীণ।