(বিঃদ্রঃ  এটি একটি কাল্পনিক চরিত্র। কারো চরিত্রের সাথে মিলে গেলে লেখকের কোনও দায়বদ্ধতা নেই)


কর্ণের কারনামা পিয়নের চাকরিতে
বাবু সাবু কেতা তিনি কীবা যায়
পদবিতে।
অর্থের ভাণ্ডারে কাজ তার অন্দরে
মাঠে ঘাটে পাবে তারে তরী ঘাটে
বন্দরে।
তাদের ঐ আপিসেতে সরকারী লোন হয়
টাকা নহে লোন হলে সাবসিডি তারা
দেয়।
তাই রাজা তিনি বস, নখে চুলে চেহারাতে
কপালেতে টিকা দিয়ে সাধু সাধু
কেয়াবাতে।
হালচালে বড় সাব টাকা ছাড়া গান নাই
ঠগ আর জোচ্চুরি দিনে রাতে পেশা
টাই।
দিন তার চলে খুব গাড়ি নিয়ে ঘোরাফেরা
তার পিছে ঢল নামে আছে যত
বেকারেরা।
দূর হতে দূর গাঁয়ে তার নাম বিস্তার
শরবত খান তিনি কাজু আর
পেস্তার।
আজ থাক এইটুকু বাকি তার কালচার
দিনে দিনে বাতলাবো তার লোভ
লালসার।


"হেলার পো, শালার ব্যাটা!"


ভগবান তারে কন ভবের ঐ রাজা তিনি
ঝড় জল ঝর্ণায় সবই তার ই
কারিগড়ি।
দিনে রাতে মস্তকে ছেনি আর হাতুড়িতে
খোদা তিনি খোদাতেই তার যত
ওস্তাদি।
গাড়ি জুড়ি মহলেতে তিনি বেশ মেতে রন
আর যত দুর্ভাগা হতভাগা করে
রণ।
নির্দয় হৃদ তার দিল নিয়ে কারবার
কেউ হারে কেউ জেতে হাতুরের
দরবার।
আমি কবি নিস্তার দেই নাকো তারে কভু
হতে পারে জগতের জাগতিক তিনি
প্রভু।
হেলার পো, শালার ব্যাটা!