Sanjay Karmakar


  · g1mJ7uissmt 10nieodcw  ·
মানবতাবাদী বিদ্রোহী প্রকাশ,"করুণ রাগ"


শূন্য পাতায় দুঃখ আমার; অথৈ আজি সাগর জলে
ব্যগ্র আমি হতাশ ও মন, দুঃখ ব্যথার প্রবল দোলে।
যে দোল দোলে, শঙ্কা জাগে
হারিয়ে প্রণয় দুয়ার মাগে,
সে দোল দোলায় দুলছে ধরা, আজ বসুধা জড়িয়ে গলে।


সন্ধ্যা তারায় ব্যথায় হারায় রূপ কী রং এর সাজ ওগো
সব ভুলেছে কপট মানব, দান দখিনা; আর মা ত্যাগ ও।
ব্যর্থতার ওই ক্লিষ্ট রূপে
সমাজ যে আজ অন্ধকূপে
আর ধরণী রক্ত হোলি, চৌদিকে রণ খেলছে মাগো।


বিপন্ন বসুমাতা নাই সুরে কতকথা, দিকে দিকে দুঃখ
ধন আর ধনী তার গলে তারি মণিহার; আজি কপটতা মুখ্য।
ছলে বলে কৌশলে
ছোটে আজি দলে দলে,
রস রং রূপে গড়া আজি জেনো সুখহরা; আজি মৃত রুক্ষ।


দলে নাই প্রাণ তার অস্থির প্রান্তর; সুখে নাই নীড় তারি
কূজনেতে নাই প্রাণ মানবতা আরাধন; আজি কালে পরিহারী।
ব্যথিত এ প্রাণ দোলে
রাগ ক্রোধ সমারোহে,
রণ তারি দিতে পণ ধ্বংসেতে শয়তান; নিনাদেতে প্রেম তারি।


যে পণে দুখ, দুখের সাগর, পার হতে হল তারি
দিব্য সে রণ নাইতে আজি, ও মা ধরবো তরোবারি।
হলাহলের দ্বার দুয়ারে
ঝাঁপিয়ে ও মা পড়বো ওরে,
সাধ্য ও মা সাধবো সাধন, প্রাণ দিব মা মুষ্ঠে ধরি।


দীপ্তি তোর ওই ছড়িয়ে দিতে ঝাঁপ দি মা ধরার বুকে, দিব্য আমার পণ
রক্ত দিয়ে জ্বালবো আগুন, ও মা আনতে ফাগুন; ও মা লড়বো আমরণ।
যায় যদি মা যাক না প্রাণ
আর ধরা আর গাইবে সে গান
অমর শ্লোগান ধরবে সে তান; পাপের ঘড়া জ্বালবে অনল গনগনে শন শন।


বহ্নি শিখার প্রতাপ সে তার, দুষ্ট যারা গরল বেশে
ধ্বজা তার ওই ধ্বংস গাথা, লিখিত হবে রুদ্র রোষে।
সে দিন ও মা স্মরিশ মোরে
স্মরিশ ও মা আদর করে,
রাখিস ও মা নয়ন তারায়, সাতমহলার সোনার দেশে।


(আধঘন্টা হলো পাটনা থেকে ফিরেছি। লেখাটি পাটনা শহরে নীরবেতে একা একা পদব্রজে ভ্রমণ করবার সময় কখনো চায়ের দোকানে পরপর দুকাপ চা খেতে খেতে আবার কখনো মাঠে বসে বা খাবার দোকানে খাবার দিতে দেরি করবার মুহুর্তগুলিতে। এক এক জায়গায় এক এক বা এক দুই স্তবক সম্পন্ন হয়েছে। মোবাইলে ইংরেজি হরফে টাইপ করে সংরক্ষণ করে রেখেছিলাম। তবে প্রথম স্তবকটা গত পরশু রাতে শোবার আগে লিখেছিলাম ও প্রকাশ দিয়েছিলাম "করুণ রাগ" শিরোণামে।দুদিন যে লেখা দুইটি ইংরেজি হরফে প্রকাশ দিতে বাধ্য হয়েছিলাম সে দুটি আজ ই বাংলা ফ্রন্টে লিখে দিব। উপায়ন্তর না থাকার জন্য এভাবে ইংরেজি হরফে প্রকাশ দেবার জন্য ক্ষমাপার্থী)