(আজ আসরে একদম সময় দিতে পারি নাই আর কারও লেখা পাঠ করি নাই, তাই শুধু একটাই)


কত কিছু মনে জাগে, উল্লাসে!
কত ব্যথা কত স্মৃতি; মনে ভাসে
স্মৃতিতেই;
তুমি আমি, আমি তুমি; সেই কথা বড় ব্যথা
তরু তলে বিথিতেই।
আজ দূরে কেনো সরে;  গেলে তুমি বেদনাই
রিক্ততা খেলে যায়, বড় ব্যথা দিয়ে যায়
হৃদয়ের আঙিনায়।
সুখে থেক ভালো থেক, মন আর হৃদয়েতে;
তাই চায়।
বরাভয় দিতে পারি, দূরে থেকে যেতে পারি, জীবনেতে;
তবে জেনো, যেন পাই; তোমাকেই;
পরো সেই জন্মেতে।
কথা দাও , কথা দাও
কথা দাও।