আজ আর বিশেষ কিছুই ঘটে নাই। স্বাভাবিক যা কিছু কাজকর্ম তা হয়েছে তবে সন্ধ্যাবেলায় উঠল ঝড় আর তার সাথে মুষলধারে বৃষ্টি। মদের বোতল খুলে ঘরের চৌকাঠে বসে ঝড় আর বৃষ্টি বাদল দেখছি আর ছোট্ট পাখি টুনটুনির কথা ভাবছি। এই ঝড় জলের রাতে তারা কোথায় থাকে। মরে গেল না তো! এমন নানান প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছে। এর পর কবিতায়ঃ-


"ভেটকি কই"


ঝড় জলেতে পঙ্খী সকল কোথায় থাকে বলতে পারো!
মরণ এলে কোথায় মরে মনের মাঝে প্রশ্ন তার ও।
ছোট্ট থেকে বুড়ো হলাম তাও জানি নে এসব ভাই
ছোট্ট টুনি ঝড় জলেতে কোথায় গেল
প্রশ্ন তাই।


আকাশ ঘনায় বৃষ্টি বাদল প্রখর তাপে বাষ্প হয়
ধূলোর সাথে মিশলে কালো ভারি হলেই ঝরতে রয়।
এসব জানা প্রশ্ন মানা; টগর বেলী বকুল জুঁই
ভাত না খেলে দুপুর বেলা, পেট টা করে
চুঁই চুই।


পরশ পাথর ছোঁয়ায় জাদু প্রশ্ন জাগে কোথায় গেল!
কেমন করে শরীর জড়; কোথার থেকে প্রাণ টা এলো।
বলতে পার! বলতে পার! জানলে বল শিক্ষা নেই
দেব দেবতা স্বর্গ নরক; সত্যি নাকি
ভেটকি কই!