Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 31 mins  ·
যুগল রম্য রচনা, "কৌতুকে যৌতুক"


"শাহনূর"


বাঃ কবি বাঃ বাঃ ---"জেতি হয়" --- খুব উপভোগ করলাম।
"কবির কাজ" --- ভালো লাগলো।
মন্তব্যে দেখলাম আবার একটু যেন যেন ক্ষুণ্ণ? সমগ্র ইতিহাস আমি জানিনা, তবে একটা কবিতার লাইন মনে এলো, সেটার ভগ্নাংশ প্যারডি -- পুরোটা দিতে সাহস হচ্ছে না --
"কবিদের কাজ কবিরা করিবে ------------- শোভা পায়?" শান্ত হোন। আপনার নামটা দেখলেই আমার মনটাতে একটা খোলা মেলা স্নিগ্ধ বাতাস ঢেউ তোলে -- সেই প্রথম দিন থেকে, প্রায় ৩৫ দিন আগে যেদিন আমি প্রথম এই আসরে এসেছিলাম। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালবাসা (যদিও মাঝে মাঝে একটু ব্যর্থ কৌতুক করার চেষ্টা করি)।


অনেক অভিনন্দন রইল।


"সঞ্জয় কর্মকার"


কৌতুকে যৌতুক দিতি হয় জেনো কবি
তালি পরি বাতি জ্বলে না হলি কি হয় কভি!!
বারো আনা তেলে ভাজা সোহাগের গল্পটা
আরু কিছু যোগ হলি হাসি হয় দম ফাটা।
তেলে জলে অম্বলে চারি ফোটা মধু যোগে
সব ভুলি গোলা গুলি ভোগে সবে হাসি রোগে।
দের টাকা হালি হলি মোন কত হয় বাপ
হৃদ ভালো হলি পরি কথা হয় খাপে খাপ।


আগামীকাল যুগল হবে, "ভালোবাসা"