"ক্ষমা"
(কম্পিউটার বিভ্রাটে পরিশ্রান্ত। এইমাত্র চালু হলো। সচল থাকলে সবার লেখাই পাঠ করবো)


ক্ষমা! মেদিনীর স্বর রুদ্ধ আজিকে বিষাক্ত বিষ ক্ষতে
জনে জনে আজ হিংসা ও দ্বেষ নিঠুরেতে ধরা ব্রতে।
প্রলয়ো নাচনে নাচিছে মানবে ক্রূরতা করিছে গ্রাস
সবুজো হরনে হরিয়াছে শ্বাস; আজি, সৃষ্টি
সৃজনে দাস।


মহলো গড়িছো আলিশান তায় মমতা নাহিকো স্থান
বনানী আজিকে স্নিগ্ধ নাহিকো রোদনেতে অবসান।
কলুষে বহিছে আকাশ ও বাতাসে নিঃসরণের বায়
নদেয় নাহিকো গতি ধারা তায় বাঁধেই
অন্তরায়।


হায়! সূচিত আজিকে ঘৃণিত দ্রোহেতে রক্ত লহুর স্রোত
ভ্রষ্ট দিশাতে দিশারী দেশেতে জড়ায়ে ওতোপ্রোত।
দেশে দেশে হায় ক্রন্দন রোল বৃ্দ্ধা যুবতি শিশু
তীক্ষ্ণ সে বাণ প্রাণ সে হরিছে অবাধে
মরিছে যিশু।


ক্ষমা!
ক্ষমা কি লভিতে শোভিত তোহারে প্রশ্ন তোমারে করি!
যতেকো আঘাত দিয়াছো তাহারে
ফিরায়ে দিবে সে
তার ই।