Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JtloiSustgpon soncreimdmgoew  ·
যুগল জীবনমুখী রম্য লেখা, "কুল কুল কুল"


"শ ম শহীদ"


উ-লু লু-লু সোনা-মানিক
রাগ করেছো না কি?
মেলা থেকে কিনে দিবো
তালের ফিঙেপাখি?


হাত ঘোরালে মজা পাবে
পাখি তখন গানটি গাবে!
আরো দেবো বাঘের মুখোশ
এই তো ক’দিন বাকি!
পৌষ পেরুলেই মাঘের মেলা
ভুলেই গেছো তা কি?


উ-লু-লু-লু! সোনা-মানিক
রাগ করেছো নাকি?
কে বকেছে? কে মেরেছে?
কে দিয়েছে ঝাঁকি?


"সঞ্জয় কর্মকার"


কুল কুল কুল, অস্তে ডাকেন
হুক্কা হুয়া রব;
কোন কুকুরে কাঁমড়ে দিল?
এমুন কলোরব!


শুনলে জগে-চিঁবিয়ে খাবে;
মুন্ডু মাথা খান;
আসবে ধেয়ে হায়না শেয়াল
হুক্কা হুয়ার বান।


হরপা সে বান ছলকে যাবেন
মেলা যাবেন ভুলে;
মুখোস টুকোস ফ্যালায় দিয়ে
জিন্দা যাবেন গ'লে।


কুল কুল কুল, অস্তে ডাকেন
হুক্কা হুয়া রব;
কোন কুকুরে কাঁমড়ে দিল?
এমুন কলোরব!