একাকিতে নিরালাতে নির্জন কিনারায়
নদীর ঐ কুলু কুলু সজোরেতে ধারা বয়।
মদিরার ফোয়ারায় গেলাসেতে কানা ভরা
তরু লতা বিশাখায় অপরূপ শোভা ধরা।


পি এম জি নামধারী স্থানের ঐ ধাবা এক
সেই খানে ধারা নদী আঁকাবাঁকা তারই বাঁক।
কাজের ঐ ফাঁকে সেথা বাইকেতে দুইজনা
গেলাসেতে ভরা মাল তারই সাথে কিছু খানা।


নদী পাড়ে কটেজেতে বাঁশের ঐ সরু ঘর
দুই ধার ফাঁকা তারই; তারি পাশে নদী চর।
আলিপুর ধার ঘেষা কালচিনি থানা তার
আজ বাঁধি গাথা মালা তরু শাখে মণিহার।


পরিহার প্রতিকার যাহা পরিত্যাজ্য
নিরাময় দূরে রাখি আজি মোর ভোজ্য।
মদিরায় মন ভুলে বসে আছি নদী কূলে
দিনেতেই তারা দেখি-কাজ কাম সব ভুলে।