Sanjay Karmakar
Founding Members  · tSgponsS1eoh rheudr  ·
"লাবড়া"
(আমাদের এখানে মাঝে মাঝেই ১০টা থেকে ৫টা অবধি কারেন্ট থাকছে না। তাই বুলবুলি)
.
বুলবুলি তুই সিঁটকে কেনেই আজকে আবার কারেন নাই
আস্ত খাসা পদ্ম কলি গোলাপ বকুল আমার চাই।
মরলি নাকি! তোর মুখে আজ একটি কেনেই বাক্যি নাই
ও বুঝেছি! সেদিন থানায় আচ্ছা ধোলাই দিছেই তাই।
ও কিছু না, চলতে গেলে ইধার উধার হয়েই যায়
তাই বলে কি হাপুস নয়ন, এমন করে কাঁদতে হয়!
এই রে বুল হিতাক পানে চক্ষু রে ভায় লটকে গ্যাছে
দে না ও  ভাই একটা সিটি লুকিয়ে উঠে লম্বা গাছে।
তোর কি ভয়! তুই তো গাছে দেখলে আমায় দেখবে বে
আসলো জুদি জুতাই খুলে, বানিয়ে দিব কাব্য রে।
এই সেড়েছে শিস না বাজায় ঢিল ছুঁড়ে তুই মারলি ক্যান!
ধোলাই খেয়ে বদলা নিতেই, করলি বুঝি এমন খান।
না  রে বুল রাগ করে নি মুচকি হেসে আমার পানে
ফোন ধরেছে কান সাটিয়ে মগ্ন বোধ হয় প্রেমের গানে।
তুই তো গাধা তাই তো সেদিন তপ্ত শিশের খোঁচাই খেলি
থানায় নিয়ে দাবড়ে দিয়ে , ভুলিয়ে দিল অন্ধ গলি।
মামার গাড়ি আসছে কেনেই!  ফোন কি তবে তারেই দিল
হতচ্ছাড়া শিস বাজালি; মনের আকাশ হচ্ছে কালো।
উ বাবা লে আস্তে মারেন, এমন দিলে মরেই যাব
বুলবুলি তুই সেদিন খেলি আজকে আমি লাবড়া হব।


(আগের দিন বুলবুলিকে পুলিশের ধোলাই খাওইয়াইছি। কে জানত যে দিন কয়েকের মধ্যেই মধুর প্রতিশোধ নিবে তার)