Sanjay Karmakar
badge icon
Founding Members
· JtrSduptlconslsotr engoengdw  ·
"ললাট দান", দ্বিতীয় পর্ব


সোনার আলোক ঢেউ খেলে যায় অবাক চোখে চায়
দিব্য সে ভাব সৌম্য সাথী মুজিব ডানে বায়।
উপর নিচ গগন তলে প্রলম্বিত বীর
চাঁদ তারা সব নম্র নমিত; চুমতে
তাহার শির।


তার সে নীড়ে পদ্মা মাতে বইতে তাহার তল
বিবিধ জাতি ধর্ম বিবিধ প্রাচুর্যতার ঢল।
ঊর্মি মালায় মালায় গাথা তার সে ইতি কথা
তাহার নামে সূর্য উদয় চন্দ্র
আলোক দাতা।


বিভায় তারি গগন ভারি অন্ন তাহার দান
ভুলতে নারি গাইতে তারি তার সে অবদান।
রজত সেথায় কান্তি হারায় কনক হারায় দ্যুতি
পান্না মানিক লাজ সে নীড়ে; অমোঘ
তাহার জ্যোতি।


উন্মিলনের দিশার সাথী বাংলা মাতার তাজ
উদার মায়ের স্নেহের সে ধন মুজিব তাহার রাজ।
বিহঙ্গের ঐ কূজন তাহার গাইতে তার ঐ গান
তাহার ছায়ায় ব্যাপ্ত ভুবন; ললাট
তাহার দান।
____________________________________
(প্রথম পর্বটিই আজ প্রাধান্য পাবে। আগের পর্বটি এ পাতায় রেখেছি ভবিষ্যতে আমার প্রকাশনার সুবিধার জন্য তবে কেহ ইচ্ছা হলে পাঠ করতে পারেন)
___________________________________


"ললাট দান"


বাংলা দেশের আকাশ বাতাস সবের মাঝেই তিনি
বীর বঙালি অমর তুমি আমরা তোমার ঋণী।
বাংলা দেশের আনাচ কোণাচ তোমার সে ঘ্রাণ বহে
আকাশ বাতাস ভূম ও সাগর তোমার
কথাই কহে।


ধান্যে তুমি কনক রাজি হীরে মোতির ঘ্রাণ
যেদিক তাকাই তোমায় দেখি তোমার ধরা গান।
পুষ্পে তুমি বর্ণ তোমার রবির কিরণ শোভা
চর্তুদিকেই তোমার ছবি দীপ্ত
তোমার প্রভা।


জাতির জনক কনক তুমি শ্রেষ্ঠ তুমি বীর
তোমার দানের বাংলা ভূমি উচ্চ মোদের শির।
এই দাদাটি কেনই ভাবি পায় না তোমায় খুঁজে
ললাট যেথায় তোমার সে দান; ধন্য
তোমার রাজে।