Sanjay Karmakar
11 hrs  ·


Today my heart and soul is burning
when I remembering the fierce game
the day they built the golden nation
by sacrificing their dignity and the shame.
Keep in your mind their devotion to country
where now the red-green flag is flying
and the donation they has given
we are indebted to them, to soul them.
Today the nation at the edge of corruption
is it  the message of an independent country
why is that country today?
is it not a matter of shame to done?
It has written in blood on the book of the world
the war of the freedom
the Bengal and the people of that Bengal
the sacrifice of their life to the language and all.
The stream of Padma and Yamuna
had became stained red with blood;            
I lost the blink my eyes in tears
remembering the painful memory-
that huge loss which they incurred.
We will make the Bengal in gold
Let's promise now ;
by destroying the exploitations and flattery
to built a country of red and green again.


মূল কবিতাঃ-


Sanjay Karmakar


  · 2t1mf2on277s l5hotr3saldc68  ·
"শপথ"


আজ পুড়ছে মন যে আমার
          সেদিন আজি স্মরণ করি
সম্ভ্রম আর লাজের ত্যাগে
          গড়লো তারা সোনার তরী।
রাখিস রে মান তাদের দানের
           লাল সবুজের ধ্বজা ওরে;
রাখিস বুকে জড়িয়ে সে ঋণ
           রাখিস অনেক আদর করে।
ভষ্টাচারের দ্বার দুয়ারে
          পতিত কেনই সে দেশ আজ
এই কী স্বাধীন দেশের বাণী
          শরম ও রে নেই কী লাজ?
বিশ্বপাতায় রক্তে লেখা
            স্বাধীনতার মুক্তি পণ
বাংলা এবং বঙ্গবাসীর
           ভাষার তরে জীবন দান।
পদ্মা ও যমুনার ঐ
            বারির ধারায় রক্ত মাখা
দু-চোখ ধারায় পলক হারায়
             সে দিন স্মরি মর্মব্যথা।
বাংলা সোনার গড়তে ভবে
             আজ দিনে চল শপথ করি
শোষণ তোষণ অন্তে রাজে
            লাল সবুজের সে-দেশ গড়ি।