Home » Poems » Sanjay Karmakar » Let's give fire
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Narrative | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Let's give fire
Sanjay Karmakar
  
Hey hey! let's give fire to the palace, villas
hold the gunpowder to set to burn down the house, rouse
who are poor slum houses to keep hot,  sought
to keep them warmth in winter, in dance & songs
yes we should set on the principle
hot.
Today let's we destroy their supremacy
overwhelmed in such a furor
destroy their palace down to dust; in way to set up equality
to sing the song of freedom in this morn
and to pass them towards extinction.
we are the carrier of the bravery and the valor better
we must step on it today, we are arrogant,
we will sing that song of humanity
if we have to pay our life too, no matter
The birds will sing in a sweet voice, peace will come to the nest.
hey pay attention, today we will kill the evil
come on to destroy the acts of evils in the country,
come on in a dress of an army
come on to sing the sweet melody, come on, come on.
Set the fire, set set set, come on be fierce to set the fire
come on united to destroy these flowers
those which, gives off its fragrance in the vapor of poison
and spreading the bad lesson
let's we done, destroy these today,
come on.
Let's sing that song of peace filled with love
Joy Bangla in a loud voice, in this dawn
to make in gold our nation.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2021


মূল কবিতা;-


বিদ্রোহী কবিতা,"আরে আরে দে না অনল"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
2 hrs  ·


আরে আরে দে না অনল ঐ যে বাবুর ঘর, ধর!
ধর রে বারুদ আর দে আগুন, জ্বালতে সে ঘর দালানবাটি
দশের সেবায় কর।
সেই আগুনে বস্তি বাড়ি তপ্ত রবে শীতে, নৃত্য গীতে
হ্যা রে কানাই বাজাই সানাই
গরমা গরম রীতে।
সে ভাপ তাহার তাপের বাহার ধ্বংস আজি করি
তাদের মহল ধূলায় মিশায়; সাম্যতার ওই সঠিক দিশায়
আজ ওরে এই মাতাল নেশায়
বই রে প্রভাত ফেরী।
যায় যাবে যাক, যাক না প্রাণ, শক্তি মোদের শৌর্য সান
দাপিয়ে দামাল করতে কামাল, আজ ওরে মন; মন বেসামাল
ধ্বজা সে দল ধ্বংস করি, গাইবো সে গান প্রভাতফেরী
মানবতার গান।
গাইবে পাখি মধুর স্বরে, শান্তি রে প্রাণ আসবে ঘরে।
আয় ওরে আয় কর প্রণিধাণ, আজ নেব প্রাণ কু-কলতান
কু-বাস যাহা বইছে দেশে, আয় রে ওরে সেনার বেশে
আয় রে ওরে ধ্বংস আজি, গাইতে সে গান
মধুর তান।
আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো, চলো
চলকে বেড়াই আগুন ধরাই
পুষ্প তার ঐ দলে, সদলবলে।
যে ফুল তাহার সুবাস বাহার বিষের ভাপেই বয়, কয়;
সে ফুল দলে চলকে দ'লে
ধ্বংস আজি করি।
আর সোহাগে মধুর বিতান গাইবো আজি শান্তি স্লোগান
জয় বাংলা উচ্চ স্বরে, আজকে দুয়ার ঊষার ভোরে
বাংলা সোনার গড়ি।