"আয় শেফালী"


আকাশ নীলে শুভ্র মেঘের দল চলেছে ভেসে
বাজছে মাদল কাসর ও ঢোল শরৎ এলো হেসে।
আয় শেফালী
চল রে দুলি,
কুঞ্জ বনে কানাই যেমন, রাধার প্রেমের রসে।


"ক্যাবলা কলি"


পাগলা হলি ক্যাবলা কলি হ্যাবলা হুলোর রাজে
রঙ আর রূপে চিকেন স্যুপে; ঝ্যাটার সে রূপ সাজে!
পাছায় লাথি
মারলে হাতি,
দু দশ যোজন দূর সে খানিক; মাপ না রে তুই গজে।


"বুড়ি থুরি"


বুড়ি থুরি বল কোথা ভজহরি মান্না
তার কথা ক'লে পরে মনে জাগে কান্না।
চরকাতে দিনে রাতে
বুড়ি শুধু সুতো কাটে,
নাই দাঁড়ি ঘর বাড়ি, করে নাকো রান্না।


"ও মা উমা"


এলো দেবী আসো দেবী চরাচর জগে
তব কৃপা ও মা উমা সবে আজি মাগে।
করোনার করালেতে
সবে আজি একই খেতে
শব তারই কারবারী; ধরাতল গেছে ভোগে!


"কানা গলি"


হরিবাবু বাজারেতে কানা গলি পথে চলে
মাঝে মাঝে বিড়বিড় সুর তিনি নেন গলে।
বিবি তার মোক্তার
বড় জ্বালা ভোগ তার,
সারা দিনে গুনে গুনে-হুকুমের তিনি তলে।