দু নয়নে জল ঝরে ব্যথা হৃদে ঝড় তোলে
আর্ত সে সুর তুলে;
চাবুকেতে চাবুকেতে-যেন কশা প্রতিঘাতে
লজ্জা।  


সভ্যতা কিনারেতে মানবেতে মানবেতে
দয়াহীন পৃথিবীতে;
বৈষম্য।


শ্রেণী ভাগে শোষণেতে দুই হাতে লুটে পুটে
রাজবাড়ি প্রাসাদেতে
শত খুশি খুশি সনে;
জীবন।


বেঁচে থাকা অধিকার
বিধাতার;
সাম্যের অধিকার
সরকার।


সামাজিক নীতি চাই, সাম্যতা গান গাই;
অভুক্ত রবে না পচা বাসি খাবে না,
শিক্ষার দ্বার গোড়ে রবে নাকো অনাদরে;
ঘরে ঘরে ঘরে ঘরে বিজলির আলো
জ্বলে।    


মাথা গোঁজা স্থান চাই-জলবায়ু প্রাণ চাই;
সুস্বাস্থ্য অধিকার; সরকার
সরকার।


বিদ্রোহ বীজ বুনে-গানে গানে গানে গানে
গেঁথে দেব প্রাণে প্রাণে;
যারা কিছু পায় না-নাই কোন বায়না
দুনয়নে জল ঝরে-বাসি পচা হতে ধরে;
যেন দেয় বারে বারে
লজ্জা।